হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার ভোররাতে উপজেলার চরকিং ইউনিয়নের খাসবাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোররাতে ফজরের নামাজ আদায় করতে গেলে মুসল্লিরা বাজারে আগুনের দৃশ্য দেখতে পান। পরে তাঁদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চায়ের দোকানের কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে খাসেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা ছায়েদল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি মুদিদোকান, একটি কসমেটিকসের দোকান, একটি চায়ের দোকান, দুটি হার্ডওয়্যারের দোকান, একটি টিনের দোকান ও পানের দোকান ছিল। এসব দোকানের কোনো মালামাল রক্ষা করা যায়নি। সব মালামাল দোকানের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। তবে দোকানের লোকজন দোকান থেকে বের হয়ে যাওয়ায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। সব মিলে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টিনের দোকানের মালিক মো. ইউছুফ (৫০) জানান, তাঁর দোকানে ৫০ লাখ টাকার মালামাল ছিল। সামনে টিন বেচাকেনার মৌসুম হওয়ায় দোকানভর্তি টিন ছিল। এখন সব টিন পুড়ে গেছে। আগুন লাগার পর তা চারদিকে ছড়িয়ে পড়ায় দোকানের মালামাল বের করে আনা সম্ভব হয়নি। নতুন টিনগুলো ঘরের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ হারুনুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার পর কয়েকটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার ভোররাতে উপজেলার চরকিং ইউনিয়নের খাসবাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোররাতে ফজরের নামাজ আদায় করতে গেলে মুসল্লিরা বাজারে আগুনের দৃশ্য দেখতে পান। পরে তাঁদের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চায়ের দোকানের কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে খাসেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা ছায়েদল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি মুদিদোকান, একটি কসমেটিকসের দোকান, একটি চায়ের দোকান, দুটি হার্ডওয়্যারের দোকান, একটি টিনের দোকান ও পানের দোকান ছিল। এসব দোকানের কোনো মালামাল রক্ষা করা যায়নি। সব মালামাল দোকানের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। তবে দোকানের লোকজন দোকান থেকে বের হয়ে যাওয়ায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। সব মিলে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টিনের দোকানের মালিক মো. ইউছুফ (৫০) জানান, তাঁর দোকানে ৫০ লাখ টাকার মালামাল ছিল। সামনে টিন বেচাকেনার মৌসুম হওয়ায় দোকানভর্তি টিন ছিল। এখন সব টিন পুড়ে গেছে। আগুন লাগার পর তা চারদিকে ছড়িয়ে পড়ায় দোকানের মালামাল বের করে আনা সম্ভব হয়নি। নতুন টিনগুলো ঘরের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ হারুনুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার পর কয়েকটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে