নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার ওপর হামলা ও মারধর ঘটনায় মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ২য় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার নুরুল আনোয়োরের ছেলে নুরুল হুদা (৪৪)। চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, সোমবার আদালতে এই ঘটনার মামলায় আসামি নুরুল হুদা আত্মসমর্পনপূর্বক জামিন চাইলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২১ মে চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে কিপাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ চলাকালে আনারস প্রতীকের প্রার্থীর পরিচয়ে দুর্বৃত্তরা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাঁরা ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেন। তখন নির্বাচনী কর্মকর্তারা তাঁদের বাধা দিলে আসামিরা ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেন। ভোট গণনা শেষে বিকেলে মোটরসাইকেল যোগে বাসায় যাওয়ার পথে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার মুহাম্মদ নাছির উদ্দিনের ওপর অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।
এসময় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গত ২৩ মে এ ঘটনায় মুহাম্মদ নাছির উদ্দিন বাদী হয়ে আসামি নুরুল হুদাসহ ৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেন।
চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার ওপর হামলা ও মারধর ঘটনায় মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ২য় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার নুরুল আনোয়োরের ছেলে নুরুল হুদা (৪৪)। চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, সোমবার আদালতে এই ঘটনার মামলায় আসামি নুরুল হুদা আত্মসমর্পনপূর্বক জামিন চাইলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২১ মে চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে কিপাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ চলাকালে আনারস প্রতীকের প্রার্থীর পরিচয়ে দুর্বৃত্তরা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাঁরা ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেন। তখন নির্বাচনী কর্মকর্তারা তাঁদের বাধা দিলে আসামিরা ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেন। ভোট গণনা শেষে বিকেলে মোটরসাইকেল যোগে বাসায় যাওয়ার পথে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার মুহাম্মদ নাছির উদ্দিনের ওপর অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।
এসময় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গত ২৩ মে এ ঘটনায় মুহাম্মদ নাছির উদ্দিন বাদী হয়ে আসামি নুরুল হুদাসহ ৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেন।
ইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
১১ মিনিট আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
১৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
২ ঘণ্টা আগেবগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ।
২ ঘণ্টা আগে