পরশুরাম (ফেনী) প্রতিনিধি
খাবারের খোঁজে ভারত থেকে বানরের পাল বাংলাদেশ সীমান্ত এলাকায় এসে নষ্ট করছে পাকা ধান। এতে চরম বিপাকে পড়েছে সীমান্তের কয়েক শ কৃষক। ফসল নষ্টের শঙ্কায় রয়েছেন তাঁরা।
কৃষকেরা বানরের উপদ্রব থেকে বাঁচতে ধানখেতের পাশে কুকুর বেঁধে রেখেছেন। এ ছাড়াও খেত অসংখ্য টং (মাচা) ঘর নির্মাণ করে দিন-রাত লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন। কয়েক সপ্তাহ ধরেই এমন চিত্র দেখা গেছে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ও বক্সমাহমুদ এলাকার ভারত সীমান্তবর্তী কয়েকটি গ্রামে।
স্থানীয় কৃষক ও উপজেলা কৃষি কার্যালয় জানায়, পরশুরামের আমনের খেতের পাকা ধানে বিপজ্জনক হারে বেড়েছে ভারত থেকে আসা বানরের উপদ্রব। জঙ্গলে খাদ্যের সংকট দেখা দেওয়ায় উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রাম, বাগমারা, আনিচার আগা, মহেষপুস্করনী, বীরচন্দ্রনগরসহ বিভিন্ন এলাকায় শত শত একর জমির আমন ধানে বানর আক্রমণ করছে। ওই সব এলাকার বেশির ভাগ জমির ধান পাক ধরেছে। আগামী সপ্তাহের দিকে বেশির ভাগ পাকা ধান কেটে ঘরে তোলা যাবে।
কিন্তু এমন সময় প্রতিদিন শত শত বানরের পাল ফসলি জমিতে নেমে মুহূর্তের মধ্যে কিছু ধান খেয়ে বাকি ধান নষ্ট করে দিচ্ছে। এসব এলাকার কৃষকেরা বানরের পালের উপদ্রবে দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় কৃষক মোবারক হোসেন বলেন, বানরের পাল এরই মধ্যে কয়েক হেক্টর জমির ধানের শিষ কেটে ফেলেছে। কৃষক আবদুল খালেক বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই পাকা ধান তুলবেন কৃষকেরা। এর আগেই বানরের উপদ্রব দেখা দিয়েছে। আর তাই বানর থেকে ধান রক্ষায় দিনরাত লাঠি নিয়ে খেত পাহারা দিচ্ছেন তাঁরা।
জয়চাঁদপুর এলাকার কৃষক মো. ইউনুছ ও আলী হোসেন বলেন, বানরের পাল একসঙ্গে ধানখেতে নামে। পাকা ধান ও ধানগাছের শিষ খেয়ে ব্যাপক ক্ষতি করছে। বানরের আক্রমণ থেকে রক্ষা পেতে সারা দিন লাঠি হাতে ধানখেত পাহারা দিতে হচ্ছে।
কৃষকেরা আরও জানান, কয়েক বছর ধরে এলাকায় বানরের উপদ্রব বেড়ে গেছে। খাদ্যসংকটের কারণে বানরের দল খেতের সবজি ও ধান খেয়ে ফেলছে। বোরো আমন দুই মৌসুমেই ধানখেতে বানরের আক্রমণ হচ্ছে। বাগমারা এলাকা গিয়ে দেখা যায়, কৃষক মীর হোসেন বনের পাশে মাচা তৈরি করে লাঠি হাতে খেত পাহারা দিচ্ছেন। এ ছাড়া পৃথক পৃথক স্থানে কুকুর বেঁধে রেখেছেন অনেকে।
পরশুরাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে আমনা চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৮৬০ হেক্টর। কিন্তু চাষাবাদ হয়েছে ৫ হাজার ৯৫ হেক্টর জমিতে।
পরশুরাম উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্তা দেবঞ্জন বণিক বলেন, মির্জানগর ও বক্সমাহমুদ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকাগুলোতে বানরের উপদ্রব বেড়ে গেছে। কৃষকদের পাহারা দিয়ে পাকা ধান রক্ষা করতে হবে, এ ছাড়া আর কোনো বিকল্প নেই।
খাবারের খোঁজে ভারত থেকে বানরের পাল বাংলাদেশ সীমান্ত এলাকায় এসে নষ্ট করছে পাকা ধান। এতে চরম বিপাকে পড়েছে সীমান্তের কয়েক শ কৃষক। ফসল নষ্টের শঙ্কায় রয়েছেন তাঁরা।
কৃষকেরা বানরের উপদ্রব থেকে বাঁচতে ধানখেতের পাশে কুকুর বেঁধে রেখেছেন। এ ছাড়াও খেত অসংখ্য টং (মাচা) ঘর নির্মাণ করে দিন-রাত লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন। কয়েক সপ্তাহ ধরেই এমন চিত্র দেখা গেছে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ও বক্সমাহমুদ এলাকার ভারত সীমান্তবর্তী কয়েকটি গ্রামে।
স্থানীয় কৃষক ও উপজেলা কৃষি কার্যালয় জানায়, পরশুরামের আমনের খেতের পাকা ধানে বিপজ্জনক হারে বেড়েছে ভারত থেকে আসা বানরের উপদ্রব। জঙ্গলে খাদ্যের সংকট দেখা দেওয়ায় উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রাম, বাগমারা, আনিচার আগা, মহেষপুস্করনী, বীরচন্দ্রনগরসহ বিভিন্ন এলাকায় শত শত একর জমির আমন ধানে বানর আক্রমণ করছে। ওই সব এলাকার বেশির ভাগ জমির ধান পাক ধরেছে। আগামী সপ্তাহের দিকে বেশির ভাগ পাকা ধান কেটে ঘরে তোলা যাবে।
কিন্তু এমন সময় প্রতিদিন শত শত বানরের পাল ফসলি জমিতে নেমে মুহূর্তের মধ্যে কিছু ধান খেয়ে বাকি ধান নষ্ট করে দিচ্ছে। এসব এলাকার কৃষকেরা বানরের পালের উপদ্রবে দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় কৃষক মোবারক হোসেন বলেন, বানরের পাল এরই মধ্যে কয়েক হেক্টর জমির ধানের শিষ কেটে ফেলেছে। কৃষক আবদুল খালেক বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই পাকা ধান তুলবেন কৃষকেরা। এর আগেই বানরের উপদ্রব দেখা দিয়েছে। আর তাই বানর থেকে ধান রক্ষায় দিনরাত লাঠি নিয়ে খেত পাহারা দিচ্ছেন তাঁরা।
জয়চাঁদপুর এলাকার কৃষক মো. ইউনুছ ও আলী হোসেন বলেন, বানরের পাল একসঙ্গে ধানখেতে নামে। পাকা ধান ও ধানগাছের শিষ খেয়ে ব্যাপক ক্ষতি করছে। বানরের আক্রমণ থেকে রক্ষা পেতে সারা দিন লাঠি হাতে ধানখেত পাহারা দিতে হচ্ছে।
কৃষকেরা আরও জানান, কয়েক বছর ধরে এলাকায় বানরের উপদ্রব বেড়ে গেছে। খাদ্যসংকটের কারণে বানরের দল খেতের সবজি ও ধান খেয়ে ফেলছে। বোরো আমন দুই মৌসুমেই ধানখেতে বানরের আক্রমণ হচ্ছে। বাগমারা এলাকা গিয়ে দেখা যায়, কৃষক মীর হোসেন বনের পাশে মাচা তৈরি করে লাঠি হাতে খেত পাহারা দিচ্ছেন। এ ছাড়া পৃথক পৃথক স্থানে কুকুর বেঁধে রেখেছেন অনেকে।
পরশুরাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে আমনা চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৮৬০ হেক্টর। কিন্তু চাষাবাদ হয়েছে ৫ হাজার ৯৫ হেক্টর জমিতে।
পরশুরাম উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্তা দেবঞ্জন বণিক বলেন, মির্জানগর ও বক্সমাহমুদ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকাগুলোতে বানরের উপদ্রব বেড়ে গেছে। কৃষকদের পাহারা দিয়ে পাকা ধান রক্ষা করতে হবে, এ ছাড়া আর কোনো বিকল্প নেই।
ঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
১৫ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
১৮ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
২৬ মিনিট আগে