চট্টগ্রামে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে স্বামীর গলায় ফাঁস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১: ৩৯
Thumbnail image

চট্টগ্রাম নগরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে স্বামী রানা মিয়া সজিব (২৭) গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোরে নগরের বায়েজিদ থানাধীন পাঠানপাড়া এলাকায় ৬ষ্ঠ তলায় একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের গুসাইপুর এলাকার জাকির হোসেনের ছেলে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্ত্রীর চুলের মুঠি ধরা নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। এ সময় দরজা ভেঙে ভেতরে ঢুকলে রানা মিয়া সজীবকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে চমেক হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত