রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের। দুই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জানা গেছে, সাবেক্ষং এবং ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। বাকি আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৌকার প্রার্থীরা। এর মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে তাঁরা।
রাঙামাটির বুড়িঘাটে স্বতন্ত্র প্রার্থী প্রমোদ খীসা, নানিয়ারচরে স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা, সাবেক্ষংয়ে স্বতন্ত্র প্রার্থী সুপন চাকমা ওরফে সুশীল জীবন, ঘিলাছড়িতে স্বতন্ত্র প্রার্থী অমল কান্তি চাকমা, সাপছড়িতে স্বতন্ত্র প্রার্থী প্রবীণ চাকমা, মগবানে স্বতন্ত্র প্রার্থী পুষ্প রঞ্জন চাকমা, জীবতলিতে স্বতন্ত্র প্রার্থী সুদত্ত কারবারি, বন্দুক ভাঙাতে স্বতন্ত্র প্রার্থী অমর চাকমা, কুতুকছড়িতে স্বতন্ত্র প্রার্থী কানন চাকমা জয় পেয়েছেন।
নৌকা প্রতীকের একজন প্রার্থী নির্বাচনে জয় পেয়েছেন। বালুখালী ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অমর কুমার চাকমা।
জেলা প্রশাসনের তথ্য থেকে জানা যায়, ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যকটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। তাঁদের সহায়তা করতে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি।’
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে দলের কিছু দুর্বলতার কারণে দলের প্রার্থীদের পরাজয় ঘটেছে।
উল্লেখ্য, দুই উপজেলার মোট ৯০টি ভোট কেন্দ্রে ভোটার ছিল ৬৭ হাজার ৪৮ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন ৩৮ জন। সাধারণ সদস্য ২২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন ৬৯ জন।
রাঙামাটিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের। দুই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জানা গেছে, সাবেক্ষং এবং ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। বাকি আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৌকার প্রার্থীরা। এর মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে তাঁরা।
রাঙামাটির বুড়িঘাটে স্বতন্ত্র প্রার্থী প্রমোদ খীসা, নানিয়ারচরে স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা, সাবেক্ষংয়ে স্বতন্ত্র প্রার্থী সুপন চাকমা ওরফে সুশীল জীবন, ঘিলাছড়িতে স্বতন্ত্র প্রার্থী অমল কান্তি চাকমা, সাপছড়িতে স্বতন্ত্র প্রার্থী প্রবীণ চাকমা, মগবানে স্বতন্ত্র প্রার্থী পুষ্প রঞ্জন চাকমা, জীবতলিতে স্বতন্ত্র প্রার্থী সুদত্ত কারবারি, বন্দুক ভাঙাতে স্বতন্ত্র প্রার্থী অমর চাকমা, কুতুকছড়িতে স্বতন্ত্র প্রার্থী কানন চাকমা জয় পেয়েছেন।
নৌকা প্রতীকের একজন প্রার্থী নির্বাচনে জয় পেয়েছেন। বালুখালী ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অমর কুমার চাকমা।
জেলা প্রশাসনের তথ্য থেকে জানা যায়, ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যকটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। তাঁদের সহায়তা করতে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি।’
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে দলের কিছু দুর্বলতার কারণে দলের প্রার্থীদের পরাজয় ঘটেছে।
উল্লেখ্য, দুই উপজেলার মোট ৯০টি ভোট কেন্দ্রে ভোটার ছিল ৬৭ হাজার ৪৮ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন ৩৮ জন। সাধারণ সদস্য ২২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন ৬৯ জন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে