কক্সবাজারে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ২২: ১৩

কক্সবাজারের সদর উপজেলার পিএমখালীর ছনখোলা ও কাঠালিয়ামোড়া এলাকায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন চাচাতো ভাই-বোন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলো সদরের পিএমখালী ইউনিয়নের ছনখোলা মাঝের পাড়ার বাসিন্দা জিয়া উদ্দীনের মেয়ে মিমতাহা মণি (৩) ও বোরহান উদ্দীনের ছেলে মোহাম্মদ (২ বছর ৫ মাস) ও চট্টগ্রামের সাইদুল ইসলাম লাভলুর ছেলে আসাদুল আবরার (২ বছর ৬ মাস)। 

স্বজনেরা জানান, মিমতাহা ও মোহাম্মদ বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করার একপর্যায়ে ওই পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

অপরদিকে চট্টগ্রাম থেকে পিএমখালীর কাঠালিয়া মোড়ায় সন্তান নিয়ে বেড়াতে আসেন সাইদুল ইসলাম লাভলু ও আসমাউল হুসনা দম্পতি। তাঁদের আড়াই বছরের শিশু আসাদুল আবরার পুকুরে পড়ে যায়। তাকেও সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, পুকুরে পড়ে যাওয়া তিন শিশুকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত