Ajker Patrika

তাজা চা–এর সেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুন ২০২১, ১৪: ০৬
তাজা চা–এর সেই বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

ঢাকা: বিজ্ঞাপনে পার্বত্য জেলা বান্দরবানকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় ইউনিলিভারের একটি বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার ইউনিলিভারের তাজা চা-এর বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে সব টেলিভিশন এবং জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনগুলোকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে তথ্য অধিদপ্তর।

সেখানে বলা হয়েছে, ‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভার নাইট বান্দরবান পাঠিয়ে দিব’ বিজ্ঞাপনে বান্দরবান জেলা খারাপ জায়গা, দুর্গম এলাকা, বসবাসের অনুপযুক্ত ইত্যাদি চিহ্নিত হওয়ায় এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলো।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এই বিজ্ঞাপনের প্রচার বন্ধের সুপারিশ করা হয় বলে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, `বিজ্ঞাপনটি মূলত টিভিতে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে। টিভির পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনেও এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়। এ জন্য আমরা টিভি ও দৈনিক পত্রিকার অনলাইনগুলোকে এই বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ জানিয়েছি।'

তথ্য অধিদপ্তরের চিঠিতে বিজ্ঞাপনের একটি বাক্য জুড়ে দেওয়া হলেও সেটি কোন কোম্পানির, তা বলা হয়নি। তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিজ্ঞাপনটি ইউনিলিভারের তাজা চা-এর।

বিজ্ঞাপনে দেখা যায়, একজন ব্যক্তি তাঁর ভাতিজার চাকরির হচ্ছে কি না, সেই খোঁজ নিতে একটি অফিসে যান। এ সময় তিনি একজন নারী কর্মকর্তাকে সেই তথ্য জানাতে বলেন। কিন্তু ওই নারী কর্মকর্তা বিষয়টিকে গোপনীয় বলে জানানো যাবে না বলে জানান। এ সময় ওই ব্যক্তি বলেন, ‘আমার ভাতিজার চাকরি যদি না হয়, আপনারে ওভার নাইট বান্দরবান পাঠায় দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত