Ajker Patrika

রায়পুরে বেতনের দাবিতে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের বিক্ষোভ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৫: ০২
রায়পুরে বেতনের দাবিতে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের বিক্ষোভ

লক্ষ্মীপুরের রায়পুরে বেতন ও ঈদ ভাতার দাবিতে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। 

বিক্ষুব্ধ শ্রমিকেরা রায়পুর উপজেলার রাখালিয়ায় অবস্থিত কারখানার প্রধান ফটক ও রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। ওই সময় সড়কের দুপাশে শতাধিক গাড়ি আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার। তিনি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে। আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিশোধের বিষয়ে মালিকপক্ষ আশ্বাস দেয়। শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণ হওয়ায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আবদুল্লাহ আল শেখ সাদি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত। 

শ্রমিকেরা জানান, কোনো পূর্বঘোষণা ও বেতন-ভাতা না দিয়েই কর্তৃপক্ষ গতকাল শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কারখানা ছুটির ঘোষণা দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান শ্রমিকেরা। শ্রমিক ছাড়াও কারখানার স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদেরও ছয়-সাত মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। 

আন্দোলনরত শ্রমিক শিল্পী বেগম জানান, কারখানাটিতে ১ হাজার ৯৫০ জন শ্রমিক কর্মরত। তাঁদের দুই থেকে ছয় মাসের বেতন বাকি আছে। বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই ঈদের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। পরে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। 

বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার বিপ্লব পাল বলেন, ‘ব্যাংকিং সমস্যার কারণে রপ্তানি বিল উত্তোলন করা যায়নি। এ কারণে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি। আগামীকাল রোববার বিকেলের মধ্যে তাদের পাওনার ১৫ পারসেন্ট পরিশোধ করা হবে। ঈদের পর মালিকপক্ষ এলে এবং ব্যাংক চালু হলে সবার দাবিদাওয়া পূরণ করে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত