চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে ক্যাম্পাসে ডাকা অবরোধের তুলে নিয়েছেন নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে তাঁরা অবরোধের ডাক দেয়। এ সময় টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন নেতা কর্মীরা। পরে কেন্দ্রের আশ্বাসে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা অবরোধ তুলে নেন।
নেতা কর্মীদের দাবি, একবছর মেয়াদের এই কমিটির চার বছর হয়েছে, তাই এটি অবৈধ কমিটি। দীর্ঘদিন এই কমিটি থাকায় ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা কমে গেছে। তাই তারা এই কমিটির বিলুপ্তি চান।
আন্দোলনরত গ্রুপ দুইটি হচ্ছে বিজয় ও ভিএক্স। এদের মধ্যে বিজয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের এবং ভিএক্স গ্রুপ সাবেক সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। এদের মধ্যে রুবেল কমিটি গঠনের ছয় বছর আগে ২০১৩ সালে স্নাতকোত্তর শেষ করেন।
অন্যদিকে টিপু স্নাতক শেষ করেছেন কমিটি গঠনের তিন বছর আগে ২০১৬ সালে। এরপর তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেননি। তবে ছাত্রত্ব না থাকলেও দুইজনই একটি করে কক্ষ দখল করে আবাসিক হলে থাকছেন। পরবর্তীতে ২০২২ সালের ৩১ জুলাই মধ্যরাতে দুই সদস্যের এই কমিটি পূর্ণাঙ্গ করা হয়।
পরদিন সকালে পূর্ণাঙ্গ কমিটিতে অর্ধশতাধিক অছাত্র, বিবাহিত, বিতর্কিত ও চাকরিজীবী রয়েছে দাবি করে কমিটি পুনরায় গঠনের দাবিতে অর্নির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় পদবঞ্চিতরা। এ সময় ৩৫ ঘণ্টা বিশ্ববিদ্যালয় অচল থাকে।
নেতা কর্মীদের অভিযোগ, চার বছরে একটি বর্ধিত সভা করতে পারেনি এই কমিটি। হল ও অনুষদ কমিটির আশ্বাস দিয়ে পার করছে বছরের পর বছর।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আশ্বাসে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। পরবর্তীতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফটক খুলে দেওয়া হয়।
ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটির বিষয়ে পদক্ষেপ নেবেন। তাই আমরা অবরোধ প্রত্যাহার করেছি।
ক্যাম্পাসের আইনশৃঙ্খলার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদারকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে ক্যাম্পাসে ডাকা অবরোধের তুলে নিয়েছেন নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে তাঁরা অবরোধের ডাক দেয়। এ সময় টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন নেতা কর্মীরা। পরে কেন্দ্রের আশ্বাসে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা অবরোধ তুলে নেন।
নেতা কর্মীদের দাবি, একবছর মেয়াদের এই কমিটির চার বছর হয়েছে, তাই এটি অবৈধ কমিটি। দীর্ঘদিন এই কমিটি থাকায় ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা কমে গেছে। তাই তারা এই কমিটির বিলুপ্তি চান।
আন্দোলনরত গ্রুপ দুইটি হচ্ছে বিজয় ও ভিএক্স। এদের মধ্যে বিজয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের এবং ভিএক্স গ্রুপ সাবেক সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। এদের মধ্যে রুবেল কমিটি গঠনের ছয় বছর আগে ২০১৩ সালে স্নাতকোত্তর শেষ করেন।
অন্যদিকে টিপু স্নাতক শেষ করেছেন কমিটি গঠনের তিন বছর আগে ২০১৬ সালে। এরপর তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেননি। তবে ছাত্রত্ব না থাকলেও দুইজনই একটি করে কক্ষ দখল করে আবাসিক হলে থাকছেন। পরবর্তীতে ২০২২ সালের ৩১ জুলাই মধ্যরাতে দুই সদস্যের এই কমিটি পূর্ণাঙ্গ করা হয়।
পরদিন সকালে পূর্ণাঙ্গ কমিটিতে অর্ধশতাধিক অছাত্র, বিবাহিত, বিতর্কিত ও চাকরিজীবী রয়েছে দাবি করে কমিটি পুনরায় গঠনের দাবিতে অর্নির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় পদবঞ্চিতরা। এ সময় ৩৫ ঘণ্টা বিশ্ববিদ্যালয় অচল থাকে।
নেতা কর্মীদের অভিযোগ, চার বছরে একটি বর্ধিত সভা করতে পারেনি এই কমিটি। হল ও অনুষদ কমিটির আশ্বাস দিয়ে পার করছে বছরের পর বছর।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আশ্বাসে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। পরবর্তীতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফটক খুলে দেওয়া হয়।
ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটির বিষয়ে পদক্ষেপ নেবেন। তাই আমরা অবরোধ প্রত্যাহার করেছি।
ক্যাম্পাসের আইনশৃঙ্খলার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদারকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১৭ মিনিট আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৯ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৯ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৯ ঘণ্টা আগে