চবি প্রতিনিধি
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের দুই পক্ষ। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। যা দেড় ঘণ্টা ধরে চলে।
ছাত্রলীগের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের কক্ষ দখলে রাখা, গ্রুপের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজয় গ্রুপের কর্মীদের মধ্যে অন্তর্কোন্দল চলছিল। গতকাল একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আল-আমিনের অনুসারী কর্মীরা এ এফ রহমান হল ও আলাওল হল থেকে ফুল নিয়ে সোহরাওয়ার্দী হল প্রাঙ্গণে আসলে দেলোয়ারের অনুসারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখানে ১৫ জনের মতো চিকিৎসা নিতে এসেছিলেন। এদের মধ্যে পাঁচজনের মাথায় আঘাত লেগেছে। একজনকে আমরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। বেশ কয়েকজন আহত হয়েছেন। আলাওল হলের কয়েকটি কক্ষও ভাঙচুর করা হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে বিজয় গ্রুপের নেতা দেলোয়ার হোসেন ও আল-আমিনকে একাধিকবার ফোন দিলেও তাঁরা রিসিভ করেননি।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের দুই পক্ষ। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। যা দেড় ঘণ্টা ধরে চলে।
ছাত্রলীগের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের কক্ষ দখলে রাখা, গ্রুপের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজয় গ্রুপের কর্মীদের মধ্যে অন্তর্কোন্দল চলছিল। গতকাল একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আল-আমিনের অনুসারী কর্মীরা এ এফ রহমান হল ও আলাওল হল থেকে ফুল নিয়ে সোহরাওয়ার্দী হল প্রাঙ্গণে আসলে দেলোয়ারের অনুসারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখানে ১৫ জনের মতো চিকিৎসা নিতে এসেছিলেন। এদের মধ্যে পাঁচজনের মাথায় আঘাত লেগেছে। একজনকে আমরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। বেশ কয়েকজন আহত হয়েছেন। আলাওল হলের কয়েকটি কক্ষও ভাঙচুর করা হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে বিজয় গ্রুপের নেতা দেলোয়ার হোসেন ও আল-আমিনকে একাধিকবার ফোন দিলেও তাঁরা রিসিভ করেননি।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২৭ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে