Ajker Patrika

চট্টগ্রামে বাসের ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যান উল্টে ১৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বাসের ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যান উল্টে ১৩ পুলিশ আহত

চট্টগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় শিল্প পুলিশদের বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে ১৩ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টায় পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড়ে পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান শনিবার আজকের পত্রিকাকে বলেন, পুলিশের পিকআপ ভ্যানটি সাগরিকা মোড় অতিক্রম করছিল। এমন সময় অলঙ্কারগামী ১১ নম্বর রুটের একটি দ্রুতগামী বাস পিকআপ ভ্যানের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের রক্ত দিতে হয়েছে।

নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের উপপরিদর্শক মনির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরিকায় আমাদের নতুন একটি পুলিশ লাইন হয়েছে। সেখানে প্রশিক্ষণ শেষে একটি পিকআপ ভ্যানে পুলিশ সদস্যরা খুলশী লাইনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। সাগরিকা মোড়ে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন আহত হন। এদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত