রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগসহ সব রাজনৈতিক সংগঠনকে বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরাও।
গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ৯টার দিকে চট্টগ্রাম শহরের চাঁদগাও এলাকায় চুয়েট শিক্ষার্থীবাহী সাঙ্গু বাসে হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, এই হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগসহ সব রাজনৈতিক সংগঠনকে বয়কটের আহ্বান জানাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ‘যে সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নিজেদের সহপাঠীদের ওপরই হামলা চালাতে পারে, এমন সংগঠন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকতে পারে না। এতে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে। এমন সংগঠন আমরা চাই না।’
এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান আল বিরুনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘চলমান কোটা আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে, আমরা চুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বয়কট করছি।’
আবু রায়হান আল বিরুনী ফেসবুকে আরও উল্লেখ করেন, যারা এই বয়কট মানবে না অথবা আন্দোলনের বিরোধী কোনো পদক্ষেপ নেবে, তাদের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সহাবস্থানে সম্পূর্ণরূপে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাফুজুর রহমান মোহাব্বত বলেন, ‘সারা বাংলাদেশে আজকের আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের যৌথ ও ন্যক্কারজনক হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হন এবং অনেকেই আহত হন। এ ছাড়া আজ রাতে চুয়েট বাসে ছাত্রলীগের হামলা হয় এবং আমার বোনদের লাঞ্ছিত করা হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, চুয়েটে সব ছাত্ররাজনীতি ও রাজনৈতিক কর্মকাণ্ড এখন থেকে নিষিদ্ধ থাকবে। কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাস ত্যাগ করব না। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন চালিয়ে যাব। যারা আমাদের আন্দোলনের বিরুদ্ধে কাজ করবে, তাদের সর্বাত্মকভাবে বয়কট করা হবে।’
দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগসহ সব রাজনৈতিক সংগঠনকে বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরাও।
গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ৯টার দিকে চট্টগ্রাম শহরের চাঁদগাও এলাকায় চুয়েট শিক্ষার্থীবাহী সাঙ্গু বাসে হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, এই হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগসহ সব রাজনৈতিক সংগঠনকে বয়কটের আহ্বান জানাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ‘যে সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নিজেদের সহপাঠীদের ওপরই হামলা চালাতে পারে, এমন সংগঠন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকতে পারে না। এতে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে। এমন সংগঠন আমরা চাই না।’
এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান আল বিরুনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘চলমান কোটা আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে, আমরা চুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বয়কট করছি।’
আবু রায়হান আল বিরুনী ফেসবুকে আরও উল্লেখ করেন, যারা এই বয়কট মানবে না অথবা আন্দোলনের বিরোধী কোনো পদক্ষেপ নেবে, তাদের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সহাবস্থানে সম্পূর্ণরূপে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাফুজুর রহমান মোহাব্বত বলেন, ‘সারা বাংলাদেশে আজকের আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের যৌথ ও ন্যক্কারজনক হামলায় বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হন এবং অনেকেই আহত হন। এ ছাড়া আজ রাতে চুয়েট বাসে ছাত্রলীগের হামলা হয় এবং আমার বোনদের লাঞ্ছিত করা হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, চুয়েটে সব ছাত্ররাজনীতি ও রাজনৈতিক কর্মকাণ্ড এখন থেকে নিষিদ্ধ থাকবে। কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাস ত্যাগ করব না। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন চালিয়ে যাব। যারা আমাদের আন্দোলনের বিরুদ্ধে কাজ করবে, তাদের সর্বাত্মকভাবে বয়কট করা হবে।’
কিশোরগঞ্জের ভৈরবে একে অন্যকে ‘হাইব্রিড’ বলায় বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২০টি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে আহত হয়েছেন তিনজন।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফরিদপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে হামলা চালানোর অভিযোগে দুটি মামলার আসামি জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেওয়া এই শ্রমিক লীগ নেতাকে খুঁজে পায়নি পুলিশ। কিন্তু গত বৃহস্পতিবার ঢাকায় সড়ক পরিবহনশ্রমিক ফেডারেশন...
১২ মিনিট আগেপ্লাস্টিক ও অপচনশীল আবর্জনা দিয়ে তৈরি হবে বিদ্যুৎ। আবার প্লাস্টিক পোড়ানো বিষাক্ত গ্যাস শোধন করে শিল্পে ব্যবহার উপযোগী করে তা দিয়ে তৈরি হবে জিপসাম এবং তরল কার্বন ডাই-অক্সাইড। এমন পদ্ধতি উদ্ভাবন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী।
১৪ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় রাসেল নামের আরেক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে