Ajker Patrika

বায়েজিদে গ্যাস বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৫: ২৯
বায়েজিদে গ্যাস বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ২

চট্টগ্রামের বায়েজিদ থানার বালুচরা এলাকায় গ্যাস বিস্ফোরণে মো. ফারুক (২৩) নামে এক রাজমিস্ত্রি মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাশেম কলোনির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন ফোরকান উল্যাহ (৬০) ও কালাম (৩০)। নিহত ফারুক নগরের চকবাজারের রবিউল ইসলামের ছেলে।

এ বিষয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার কবির হোসেন বলেন, আজ সকাল পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাইপলাইনের গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। গ্যাসের লাইনে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বিস্ফোরণে দগ্ধ তিনজনকে বেলা সাড়ে ১১টার দিকে চমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত