Ajker Patrika

চট্টগ্রামে যুবলীগের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গ্রেপ্তার দেলোয়ার হোসেন খোকা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার দেলোয়ার হোসেন খোকা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ শনিবার দুপুরে আগ্রাবাদ সাউথ ল্যান্ড শপিং মলের সামনে থেকে দেলোয়ারকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একদল লোক দেলোয়ার হোসেন খোকাকে দেখার পর তাঁকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, স্থানীয় জনতার সহযোগিতায় দেলোয়ারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত