থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের থানচিতে ভ্রমণে আসা ২২ জন পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। গতকাল রোববার উপজেলার তিন্দু ইউনিয়নের ৭-৮ নম্বর ওয়ার্ডের আমিয়াখুম ও ভেলাখুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে নিরাপত্তা কারণে জিন্নাপাড়া পর্যটকদের ভ্রমণের অনুমতি নেই। ২২ পর্যটককে রেমাক্রী পর্যন্ত ভ্রমণে অনুমতি দিয়েছি। পর্যটনকেন্দ্র আমিয়াখুম ও বেলাখুম যাওয়ার কোনো সুযোগ নেই। পর্যটক পথ প্রদর্শকেরা তাদের মিস গাইড করেছে। পথ প্রদর্শকদের সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) সকালে সভা করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ছিনতাইয়ের শিকার পর্যটকেরা হলেন মো. হাসিবুর রহমান (৩২), মো. নাজমুল (২৫), মো. মাসুদ রানা (৩৮) ও মো. মারুফ (৩২)। তাঁরা ঢাকার সাভার এলাকার বাসিন্দা।
অপর একটি গ্রুপে অনিক মোরল (৪০)–জামালপুর, বিপুল (৪২)–পাবনা, মো. মেহেদী (৪০)–পটুয়াখালী, মো. নিয়াজ (৪০)–জয়পুরহাট, অনীমা (২২)–পাবনা, মো. আদেলউল্লহ (২৬)–ঢাকা, মো. সোহান (২২)–রাজবাড়ী, মো. ফাহিম (২৪)–ঢাকা, মোস্তাহিম (২২)–ময়মনসিংহ, মো. রেদুয়ান (২৫)–ব্রাহ্মণবাড়িয়া, রাসেল (২৭) ও সরিফা (২২)–ময়মনসিংহ, রুবাইয়া (২২)–টাঙ্গাইল, নোমান (২৭) ও নাজমুল (২৭)–নরসিংদী, আবদুল লতিফ (২৮)–ভোলা, মোহতাসেম (২৯)–বরিশাল এবং রাসেল (৩০)–জামালপুরের বাসিন্দা।
জানা যায়, গত শনিবার পর্যটক পথ প্রদর্শক মো. সাদ্দাম হোসেন চারজনের একটি গ্রুপ থানচি থানায় নিবন্ধন করে রেমাক্রীখুম হয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পে পার্শ্ববর্তী থুইসা খিয়ানপাড়া রাত্রি যাপন করে। পরদিন রোববার সকালে আমিয়াখুম ও ভেলাখুম পর্যটনকেন্দ্রে রওনা হন।
শনিবার একই সঙ্গে পথ প্রদর্শক মংহ্লা মারমা ১৮ জন পর্যটক নিয়ে থানায় নিবন্ধন করে রেমাক্রীখুম পর্যন্ত যাওয়া অনুমতি নিয়ে রওনা হয়। কিন্তু ওই ১৮ জনের মধ্যে চারজন নারী, ১৪ জন পুরুষ একই স্থানের থুইসা খিয়ানপাড়ায় রাত্রি যাপন করেন। রোববার মোট ২২ জন ভেলাখুম ও আমিয়াখুম পর্যটনকেন্দ্র ভ্রমণে পায়ে ট্রেকিং করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী অনিক মোদক বলেন, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) নাফাকুম পর্যটন স্পটে ভ্রমণে যান দুই ভ্রমণ দলের ২২ জন সদস্য। যার মধ্যে চারজন নারী। পরে নাফাকুম ভ্রমণ শেষে রোববার (২৫ ফেব্রুয়ারি) ভেলাখুম ও আমিয়াখুম স্পটে ক্যাম্পিং করেন তাঁরা। ওই দিন রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাঁদের ক্যাম্পে হানা দেয়। পরে তাঁদের সঙ্গে থাকা ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নেয়।
অনিক আরও বলেন, সন্ত্রাসীদের যে দলটি তাঁদের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে, তাদের কয়েকজনের পরনে খাকি পোশাক এবং বেইজে কেএনএফ লেখা ছিল বলে দাবি করেন তিনি।
জানতে চাইলে পথ প্রদর্শক মো. সাদ্দাম হোসেন বলেন, ‘প্রশাসনের লিখিত অনুমতি নিই, তবে প্রায়ই পর্যটক নিয়ে আমাদের প্রদর্শকেরা চলে যায়। কিন্তু তখন কিছু হয়নি। হঠাৎ করে অতর্কিতভাবে আমাদের পথ আটকিয়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা।’ তাদের আটজনের মধ্যে সাতজনের পোশাকের কেএনএফের ইউনিফরম ছিল বলে দাবি করেন তিনি। তবে সবার মুখোশ পরা এবং বাংলা সুস্পষ্ট বলতে পারে।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগীরা কার্যালয়ে এসে জানালে তাদের থানায় যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।’
বান্দরবানের থানচিতে ভ্রমণে আসা ২২ জন পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। গতকাল রোববার উপজেলার তিন্দু ইউনিয়নের ৭-৮ নম্বর ওয়ার্ডের আমিয়াখুম ও ভেলাখুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে নিরাপত্তা কারণে জিন্নাপাড়া পর্যটকদের ভ্রমণের অনুমতি নেই। ২২ পর্যটককে রেমাক্রী পর্যন্ত ভ্রমণে অনুমতি দিয়েছি। পর্যটনকেন্দ্র আমিয়াখুম ও বেলাখুম যাওয়ার কোনো সুযোগ নেই। পর্যটক পথ প্রদর্শকেরা তাদের মিস গাইড করেছে। পথ প্রদর্শকদের সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) সকালে সভা করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ছিনতাইয়ের শিকার পর্যটকেরা হলেন মো. হাসিবুর রহমান (৩২), মো. নাজমুল (২৫), মো. মাসুদ রানা (৩৮) ও মো. মারুফ (৩২)। তাঁরা ঢাকার সাভার এলাকার বাসিন্দা।
অপর একটি গ্রুপে অনিক মোরল (৪০)–জামালপুর, বিপুল (৪২)–পাবনা, মো. মেহেদী (৪০)–পটুয়াখালী, মো. নিয়াজ (৪০)–জয়পুরহাট, অনীমা (২২)–পাবনা, মো. আদেলউল্লহ (২৬)–ঢাকা, মো. সোহান (২২)–রাজবাড়ী, মো. ফাহিম (২৪)–ঢাকা, মোস্তাহিম (২২)–ময়মনসিংহ, মো. রেদুয়ান (২৫)–ব্রাহ্মণবাড়িয়া, রাসেল (২৭) ও সরিফা (২২)–ময়মনসিংহ, রুবাইয়া (২২)–টাঙ্গাইল, নোমান (২৭) ও নাজমুল (২৭)–নরসিংদী, আবদুল লতিফ (২৮)–ভোলা, মোহতাসেম (২৯)–বরিশাল এবং রাসেল (৩০)–জামালপুরের বাসিন্দা।
জানা যায়, গত শনিবার পর্যটক পথ প্রদর্শক মো. সাদ্দাম হোসেন চারজনের একটি গ্রুপ থানচি থানায় নিবন্ধন করে রেমাক্রীখুম হয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পে পার্শ্ববর্তী থুইসা খিয়ানপাড়া রাত্রি যাপন করে। পরদিন রোববার সকালে আমিয়াখুম ও ভেলাখুম পর্যটনকেন্দ্রে রওনা হন।
শনিবার একই সঙ্গে পথ প্রদর্শক মংহ্লা মারমা ১৮ জন পর্যটক নিয়ে থানায় নিবন্ধন করে রেমাক্রীখুম পর্যন্ত যাওয়া অনুমতি নিয়ে রওনা হয়। কিন্তু ওই ১৮ জনের মধ্যে চারজন নারী, ১৪ জন পুরুষ একই স্থানের থুইসা খিয়ানপাড়ায় রাত্রি যাপন করেন। রোববার মোট ২২ জন ভেলাখুম ও আমিয়াখুম পর্যটনকেন্দ্র ভ্রমণে পায়ে ট্রেকিং করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী অনিক মোদক বলেন, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) নাফাকুম পর্যটন স্পটে ভ্রমণে যান দুই ভ্রমণ দলের ২২ জন সদস্য। যার মধ্যে চারজন নারী। পরে নাফাকুম ভ্রমণ শেষে রোববার (২৫ ফেব্রুয়ারি) ভেলাখুম ও আমিয়াখুম স্পটে ক্যাম্পিং করেন তাঁরা। ওই দিন রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাঁদের ক্যাম্পে হানা দেয়। পরে তাঁদের সঙ্গে থাকা ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নেয়।
অনিক আরও বলেন, সন্ত্রাসীদের যে দলটি তাঁদের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে, তাদের কয়েকজনের পরনে খাকি পোশাক এবং বেইজে কেএনএফ লেখা ছিল বলে দাবি করেন তিনি।
জানতে চাইলে পথ প্রদর্শক মো. সাদ্দাম হোসেন বলেন, ‘প্রশাসনের লিখিত অনুমতি নিই, তবে প্রায়ই পর্যটক নিয়ে আমাদের প্রদর্শকেরা চলে যায়। কিন্তু তখন কিছু হয়নি। হঠাৎ করে অতর্কিতভাবে আমাদের পথ আটকিয়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা।’ তাদের আটজনের মধ্যে সাতজনের পোশাকের কেএনএফের ইউনিফরম ছিল বলে দাবি করেন তিনি। তবে সবার মুখোশ পরা এবং বাংলা সুস্পষ্ট বলতে পারে।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগীরা কার্যালয়ে এসে জানালে তাদের থানায় যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে