সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাজমা বেগম (২৮) নামের এক নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় মরদেহ থানায় নিয়ে গেছে সরাইল থানা-পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নাজমা ওই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী। তাঁদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
নাজমার বাবা ও সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, তাঁর মেয়ে নাজমা বেগম দীর্ঘদিন যাবৎ জটিল ও কঠিন রোগে ভুগছেন। তাঁর স্বামী বিদেশ আছেন। অ্যালোপ্যাথিক চিকিৎসায় আরোগ্য না হওয়ায় কিছুদিন ধরে কবিরাজি ওষুধ সেবন করছিলেন। সোমবার বিকেলে ওষুধ খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাজুল ইসলাম আরও বলেন, কে বা কারা গুজব ছড়িয়েছে তাঁর মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। তাই থানা থেকে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য।
অরুয়াইল ইউনিয়নের নারী ইউপি সদস্য ও ধামাউড়া গ্রামের বাসিন্দা মালেকা বেগম বলেন, নাজমা তাঁর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেইনের জটিল রোগে ভুগছে। ডাক্তার বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। আজ বিকেলে মাথা ঘুরে পড়ে গিয়ে তিনি মারা যায়। কিন্তু এলাকায় রব উঠেছে যে নাজমা আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘কেউ বলছে সে আত্মহত্যা করেছে, কেউ বলছে পা পিছলে পড়ে গিয়ে মারা গেছে। ওই নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ার কারণে তাঁর লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাজমা বেগম (২৮) নামের এক নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় মরদেহ থানায় নিয়ে গেছে সরাইল থানা-পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নাজমা ওই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী। তাঁদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
নাজমার বাবা ও সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, তাঁর মেয়ে নাজমা বেগম দীর্ঘদিন যাবৎ জটিল ও কঠিন রোগে ভুগছেন। তাঁর স্বামী বিদেশ আছেন। অ্যালোপ্যাথিক চিকিৎসায় আরোগ্য না হওয়ায় কিছুদিন ধরে কবিরাজি ওষুধ সেবন করছিলেন। সোমবার বিকেলে ওষুধ খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাজুল ইসলাম আরও বলেন, কে বা কারা গুজব ছড়িয়েছে তাঁর মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। তাই থানা থেকে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য।
অরুয়াইল ইউনিয়নের নারী ইউপি সদস্য ও ধামাউড়া গ্রামের বাসিন্দা মালেকা বেগম বলেন, নাজমা তাঁর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেইনের জটিল রোগে ভুগছে। ডাক্তার বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। আজ বিকেলে মাথা ঘুরে পড়ে গিয়ে তিনি মারা যায়। কিন্তু এলাকায় রব উঠেছে যে নাজমা আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘কেউ বলছে সে আত্মহত্যা করেছে, কেউ বলছে পা পিছলে পড়ে গিয়ে মারা গেছে। ওই নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ার কারণে তাঁর লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন...
১১ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
১ ঘণ্টা আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগে