চাঁদপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

চাঁদপুর প্রতিনিধি
Thumbnail image
চাঁদপুর শহরে অ্যান্ড স্টুডিও পোশাক কারখানায় লাগা আগুন। ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরে অ্যান্ড স্টুডিও নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার বেশ কিছু মালামালসহ সিঁড়ির অংশবিশেষ পুড়ে গেছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের রেলওয়ে বায়তুল আমিন মসজিদের পাশে অ্যান্ড স্টুডিও কারখানার তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ আলম। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। সকালে শোরুমটি খোলার আগেই এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাশের মসজিদসহ অসংখ্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়। এরই মধ্যে বেশ কিছু মালামালসহ কারাখানার সিঁড়ির অংশবিশেষ পুড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত