পানির নিচে ঝুলন্ত সেতু

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৯: ০০

ভারী বর্ষণে  রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে গেছে। পানিতে তলিয়ে গেছে সেখানকার দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি।

পর্যটন করপোরেশনের কর্মকর্তা মো. সোহেল জানান, এক সপ্তাহ ধরে উজান থেকে পাহাড়ি ঢল নামার ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। ফলে পানিতে ডুবে গেছে ঝুলন্ত সেতুটি।  পানিতে ডুবে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায়  সেতু দিয়ে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

আশির দশকের দিকে সরকার রাঙামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। পরে পর্যটন করপোরেশন পর্যটকদের পারাপারের সুবিধার্থে দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করে ঝুলন্ত সেতু। দেশে-বিদেশে ঝুলন্ত সেতুটি ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। প্রতি বছর পর্যটন মৌসুমে দৃষ্টিনন্দন এ ঝুলন্ত সেতু দেখতে রাঙামাটিতে আগমন ঘটে প্রচুর পর্যটকের। প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুলন্ত ব্রিজটি কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত