৩ দিন অসুস্থ থাকার পর চিকিৎসা পেয়ে বনে ফিরল বন্য হাতি

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৩, ২১: ৩৯

রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় তিন দিন যাবৎ অসুস্থ থাকার পর একটি হাতিকে চিকিৎসা দিয়ে বনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চিকিৎসা দেওয়ার পর হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়। 

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন থেকে বাচ্চাসহ হাতিটি ওই এলাকায় অসুস্থ হয়ে পড়ে ছিল। গতকাল রোববার একটি হাতিকে অসুস্থ দেখে স্থানীয়রা বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে রাঙামাটি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায়, স্থানীয় বন বিভাগের তৎপরতায় রাঙামাটি বন বিভাগ, শুবলং বন বিভাগ এবং চট্টগ্রাম থেকে মেডিকেল টিমের দুজন চিকিৎসকের সহযোগিতায় অসুস্থ একটি হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়। পরে সেটিকে বনে ছেড়ে দেওয়া হয়। 

ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, ‘বাচ্চাসহ বন্য হাতিটি অসুস্থ হয়ে গত দুদিন ধরে চাইল্যাতলী এলাকায় লোকালয়ের কাছাকাছি এক জাগাতেই অবস্থান করছিল। তাই বন বিভাগকে জানানো হয়েছে।’ 

 গত তিন দিন থেকে বাচ্চাসহ হাতিটি ওই এলাকায় অসুস্থ হয়ে পড়ে ছিল।কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক ভেটেরিনারি অফিসার ডাক্তার হাতেম সাজ্জাদ বলেন, ‘অসুস্থ হাতিটির বাম পায়ে পুরোনো একটি ক্ষত রয়েছে। যার ফলে হাতিটির পা নাড়াচাড়া করতে পারছিল না। আমরা এসেই হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেই।’ 

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম নিয়ে এখানে আসি। চিকিৎসা পরবর্তী হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।’ 

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সার্জারি বিভাগের অধ্যাপক বলেন, ‘হাতিটিকে দেখে প্রাথমিকভাবে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। আশ করি দ্রুত সুস্থ হয়ে যাবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত