লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় তিন দিন যাবৎ অসুস্থ থাকার পর একটি হাতিকে চিকিৎসা দিয়ে বনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চিকিৎসা দেওয়ার পর হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন থেকে বাচ্চাসহ হাতিটি ওই এলাকায় অসুস্থ হয়ে পড়ে ছিল। গতকাল রোববার একটি হাতিকে অসুস্থ দেখে স্থানীয়রা বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে রাঙামাটি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায়, স্থানীয় বন বিভাগের তৎপরতায় রাঙামাটি বন বিভাগ, শুবলং বন বিভাগ এবং চট্টগ্রাম থেকে মেডিকেল টিমের দুজন চিকিৎসকের সহযোগিতায় অসুস্থ একটি হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়। পরে সেটিকে বনে ছেড়ে দেওয়া হয়।
ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, ‘বাচ্চাসহ বন্য হাতিটি অসুস্থ হয়ে গত দুদিন ধরে চাইল্যাতলী এলাকায় লোকালয়ের কাছাকাছি এক জাগাতেই অবস্থান করছিল। তাই বন বিভাগকে জানানো হয়েছে।’
কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক ভেটেরিনারি অফিসার ডাক্তার হাতেম সাজ্জাদ বলেন, ‘অসুস্থ হাতিটির বাম পায়ে পুরোনো একটি ক্ষত রয়েছে। যার ফলে হাতিটির পা নাড়াচাড়া করতে পারছিল না। আমরা এসেই হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেই।’
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম নিয়ে এখানে আসি। চিকিৎসা পরবর্তী হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।’
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সার্জারি বিভাগের অধ্যাপক বলেন, ‘হাতিটিকে দেখে প্রাথমিকভাবে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। আশ করি দ্রুত সুস্থ হয়ে যাবে।’
রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় তিন দিন যাবৎ অসুস্থ থাকার পর একটি হাতিকে চিকিৎসা দিয়ে বনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চিকিৎসা দেওয়ার পর হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন থেকে বাচ্চাসহ হাতিটি ওই এলাকায় অসুস্থ হয়ে পড়ে ছিল। গতকাল রোববার একটি হাতিকে অসুস্থ দেখে স্থানীয়রা বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে রাঙামাটি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায়, স্থানীয় বন বিভাগের তৎপরতায় রাঙামাটি বন বিভাগ, শুবলং বন বিভাগ এবং চট্টগ্রাম থেকে মেডিকেল টিমের দুজন চিকিৎসকের সহযোগিতায় অসুস্থ একটি হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়। পরে সেটিকে বনে ছেড়ে দেওয়া হয়।
ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, ‘বাচ্চাসহ বন্য হাতিটি অসুস্থ হয়ে গত দুদিন ধরে চাইল্যাতলী এলাকায় লোকালয়ের কাছাকাছি এক জাগাতেই অবস্থান করছিল। তাই বন বিভাগকে জানানো হয়েছে।’
কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক ভেটেরিনারি অফিসার ডাক্তার হাতেম সাজ্জাদ বলেন, ‘অসুস্থ হাতিটির বাম পায়ে পুরোনো একটি ক্ষত রয়েছে। যার ফলে হাতিটির পা নাড়াচাড়া করতে পারছিল না। আমরা এসেই হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেই।’
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম নিয়ে এখানে আসি। চিকিৎসা পরবর্তী হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।’
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সার্জারি বিভাগের অধ্যাপক বলেন, ‘হাতিটিকে দেখে প্রাথমিকভাবে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। আশ করি দ্রুত সুস্থ হয়ে যাবে।’
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৭ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৩৭ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে