নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। অবতরণের জন্য প্রথম চেষ্টায় চাকা বের না হওয়া উড়োজাহাজটিকে বেশ কয়েকবার আকাশে চক্কর দিতে হয়েছে। আজ বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। উড়োজাহাজে থাকা ৪২ জন যাত্রীর কেউ হতাহত হয়নি। সবাই নিরাপদে রয়েছেন। বিমানবন্দর এরোড্রম অফিসার নজরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘সময়মতো চাকা বের না হওয়ায় উড়োজাহাজটি প্রথম চেষ্টায় অবতরণ করতে পারেনি। পরে বেশ কয়েকবার চেষ্টার পর চতুর্থ দফায় চাকা বের হওয়ার পর নিরাপদে অবতরণ করেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিমানটি যখন অবতরণ করতে পারছিল না তখন আমরা বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করি। পাশাপাশি ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট থানা-পুলিশ সবাইকে অবহিত করি।’
জানা গেছে, বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। পাইলট একাধিকবার গো অ্যারাউন্ড করে ল্যান্ড গিয়ার রিলিজ করার চেষ্টা করেন। বারবার চেষ্টা করেও নোজ ল্যান্ড গিয়ার কাজ করছিল না। তখন পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে জরুরি অবতরণের সময় মেইন গিয়ার রানওয়ে ধাক্কায় নোজ ল্যান্ডিং গিয়ার রিলিজ হয়। ৪২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
বিমানের সহকারী ম্যানেজার ওমর ফারুক জানান, চারবার আকাশে চক্কর দেওয়ার পর অবশেষে নিরাপদে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে বিমানের বিজি ৬১৭ ফ্লাইট। এর আগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দিলে এটি ল্যান্ড করতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে। বেশ কিছুক্ষণ আকাশে চক্করের পর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। অবতরণের জন্য প্রথম চেষ্টায় চাকা বের না হওয়া উড়োজাহাজটিকে বেশ কয়েকবার আকাশে চক্কর দিতে হয়েছে। আজ বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। উড়োজাহাজে থাকা ৪২ জন যাত্রীর কেউ হতাহত হয়নি। সবাই নিরাপদে রয়েছেন। বিমানবন্দর এরোড্রম অফিসার নজরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘সময়মতো চাকা বের না হওয়ায় উড়োজাহাজটি প্রথম চেষ্টায় অবতরণ করতে পারেনি। পরে বেশ কয়েকবার চেষ্টার পর চতুর্থ দফায় চাকা বের হওয়ার পর নিরাপদে অবতরণ করেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিমানটি যখন অবতরণ করতে পারছিল না তখন আমরা বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করি। পাশাপাশি ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট থানা-পুলিশ সবাইকে অবহিত করি।’
জানা গেছে, বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। পাইলট একাধিকবার গো অ্যারাউন্ড করে ল্যান্ড গিয়ার রিলিজ করার চেষ্টা করেন। বারবার চেষ্টা করেও নোজ ল্যান্ড গিয়ার কাজ করছিল না। তখন পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে জরুরি অবতরণের সময় মেইন গিয়ার রানওয়ে ধাক্কায় নোজ ল্যান্ডিং গিয়ার রিলিজ হয়। ৪২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
বিমানের সহকারী ম্যানেজার ওমর ফারুক জানান, চারবার আকাশে চক্কর দেওয়ার পর অবশেষে নিরাপদে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে বিমানের বিজি ৬১৭ ফ্লাইট। এর আগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দিলে এটি ল্যান্ড করতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে। বেশ কিছুক্ষণ আকাশে চক্করের পর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৫ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৫ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগে