ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ২৩: ১৬
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০০: ২৭

উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। অবতরণের জন্য প্রথম চেষ্টায় চাকা বের না হওয়া উড়োজাহাজটিকে বেশ কয়েকবার আকাশে চক্কর দিতে হয়েছে। আজ বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। উড়োজাহাজে থাকা ৪২ জন যাত্রীর কেউ হতাহত হয়নি। সবাই নিরাপদে রয়েছেন। বিমানবন্দর এরোড্রম অফিসার নজরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

নজরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘সময়মতো চাকা বের না হওয়ায় উড়োজাহাজটি প্রথম চেষ্টায় অবতরণ করতে পারেনি। পরে বেশ কয়েকবার চেষ্টার পর চতুর্থ দফায় চাকা বের হওয়ার পর নিরাপদে অবতরণ করেছে।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিমানটি যখন অবতরণ করতে পারছিল না তখন আমরা বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করি। পাশাপাশি ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট থানা-পুলিশ সবাইকে অবহিত করি।’ 

জানা গেছে, বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। পাইলট একাধিকবার গো অ্যারাউন্ড করে ল্যান্ড গিয়ার রিলিজ করার চেষ্টা করেন। বারবার চেষ্টা করেও নোজ ল্যান্ড গিয়ার কাজ করছিল না। তখন পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে জরুরি অবতরণের সময় মেইন গিয়ার রানওয়ে ধাক্কায় নোজ ল্যান্ডিং গিয়ার রিলিজ হয়। ৪২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। 

বিমানের সহকারী ম্যানেজার ওমর ফারুক জানান, চারবার আকাশে চক্কর দেওয়ার পর অবশেষে নিরাপদে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে বিমানের বিজি ৬১৭ ফ্লাইট। এর আগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দিলে এটি ল্যান্ড করতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে। বেশ কিছুক্ষণ আকাশে চক্করের পর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।     

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত