Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২ 

কক্সবাজার প্রতিনিধি
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২ 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/২ তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ২ নম্বর ক্যাম্প/ইস্ট, ব্লক-ডি/৪ এর গফুর আহমদের ছেলে নুর মোহাম্মদ  (১৭) ও ৭ নম্বর ক্যাম্প ব্লক-সি/৬ এর আহমদ হোসেনের ছেলে সামসু আলম (২৩)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আজ বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী ৬ নম্বর ক্যাম্প, ব্লক-ডি/ এর ২ নম্বর পাহাড়ের সামনে খেলার মাঠে কয়েকজন রোহিঙ্গার ওপর হামলা চালায়। এ সময় দুইজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ নুর মোহাম্মদ ঘটনাস্থলে মারা যায়। তার বুকের নিচে বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। আরেক গুলিবিদ্ধ সামসু আলমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত