Ajker Patrika

বাঘাইছড়িতে আনসার সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৪৪
বাঘাইছড়িতে আনসার সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়িতে ১৮ আনসার ব্যাটালিয়নের সদস্য জেনারেটর অপারেটর শাকিল হোসেনের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টায় ১৮ আনসার ব্যাটালিয়নের জেনারেটর রুম থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাঘাইছড়ি থানার পুলিশ।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, পুলিশের ধারণা, গভীর রাতে কোনো এক সময় গলায় ডিশের তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শাকিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে। শাকিল হোসেন আনসারের ২০তম ব্যাচের সদস্য ছিলেন। ঢাকার ধামরাইয়ের যাদবপুর এলাকার আলেক হোসেনের ছেলে তিনি। ১৭ নভেম্বর ২০১৯ সালে আনসার বাহিনীতে যোগদান করেন তিনি। 

এ বিষয়ে বাঘাইছড়ি ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, ‘এভাবে একজন সদস্য চলে যাওয়া খুবই দুঃখজনক। আমি দাপ্তরিক কাজে ঢাকায় আছি। খবর শুনে প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। ব্যাটালিয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে আনসার সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, দীঘিনালা জামতলী ২১ আনসারের পরিচালক মো. ফেরদৌস আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত