নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কলকাতার শ্যামা প্রাসাদ মুখার্জি বন্দরে দুর্ঘটনায় পড়া বাংলাদেশি জাহাজ ‘মেরিন ট্রাস্ট-১’–এ থাকা আরও চার নাবিক অবশেষে মুক্তি পাচ্ছেন। আগামী ২৯ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
১৫ জন নাবিক দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় কলকাতার মেরিন ক্লাবে প্রায় বন্দীজীবন কাটাচ্ছিলেন। বহু দেন দরবারের পর অবশেষে গত ২৪ আগস্ট নয়জন নাবিক ছাড়া পান। আরও ছয় নাবিক কলকাতার শ্যামা প্রাসাদ মুখার্জি বন্দরের মেরিন ক্লাবে আটকে আছেন। তাঁদের মধ্যে চারজনকে আগামী ২৯ নভেম্বর মুক্তি দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। সেই দিনই তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেরিন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মো. সাকেবুল ইসলাম।
কলকাতায় দুর্ঘটনা কবলিত মেসার্স মেরিন ট্রাস্ট-১–এর ক্যাপ্টেন একেএম মুছা আজকের পত্রিকাকে বলেন, ‘কলকাতার শ্যামা প্রাসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ চারজন নাবিককে মুক্তি দিচ্ছে। আগামী ২৯ নভেম্বর মঙ্গলবার ৪ নাবিক মুক্তি পেয়ে দেশে ফিরবেন।’
যে চার নাবিক মুক্তি পাচ্ছেন তাঁরা হলেন—চিফ অফিসার অনিমেষ সিকদার, ইনল্যান্ড মাস্টার আসগর আলী, দ্বিতীয় প্রকৌশলী শাহ পরান খান এবং ফরহাদ সিকদার।
আর যে দুজন নাবিক এখনো কলকাতা বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র পাননি তাঁরা হলেন—ক্যাপ্টেন একেএম মুছা ও প্রধান প্রকৌশলী ফাহিম ফয়সাল।
গত ২৪ মার্চ কন্টেইনার বোঝাই করার সময় কলকাতায় শ্যামা প্রাসাদ মুখার্জি বন্দরের ৫ নম্বর বার্থে কাত হয়ে যায় বাংলাদেশি জাহাজ মেরিন ট্রাস্ট-১। এ সময় জাহাজটিতে ১৫ জন নাবিক ছিলেন। কলকাতা বন্দর কর্তৃপক্ষ দাবি করছে, দুর্ঘটনার কারণে বাংলাদেশি জাহাজের ওপর চার্জ আরোপ ও তদন্তের স্বার্থে তাঁদের সেখানে আটকে রাখা হয়েছে।
গত ২৯ আগস্ট নয় নাবিককে মুক্তি দেওয়া হয়। বাকি ছয়জন নাবিক আট মাস ধরে কলকাতার সিমেন্স হোস্টেলে আটকে আছেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর দুর্ঘটনায় কাত হয়ে পড়া মেরিন ট্রাস্ট-১ জাহাজটি উদ্ধার করা হয়। জাহাজটি বাংলাদেশে নিয়ে আসার জন্য কলকাতা বন্দরের অনুমতির অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে গত ২৮ এপ্রিল বাংলাদেশের নৌ অধিদপ্তরের পক্ষ থেকে ভারতে নৌ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর দেওয়া এক পত্রে বাংলাদেশি নাবিকদের দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়।
কলকাতার শ্যামা প্রাসাদ মুখার্জি বন্দরে দুর্ঘটনায় পড়া বাংলাদেশি জাহাজ ‘মেরিন ট্রাস্ট-১’–এ থাকা আরও চার নাবিক অবশেষে মুক্তি পাচ্ছেন। আগামী ২৯ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
১৫ জন নাবিক দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় কলকাতার মেরিন ক্লাবে প্রায় বন্দীজীবন কাটাচ্ছিলেন। বহু দেন দরবারের পর অবশেষে গত ২৪ আগস্ট নয়জন নাবিক ছাড়া পান। আরও ছয় নাবিক কলকাতার শ্যামা প্রাসাদ মুখার্জি বন্দরের মেরিন ক্লাবে আটকে আছেন। তাঁদের মধ্যে চারজনকে আগামী ২৯ নভেম্বর মুক্তি দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। সেই দিনই তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেরিন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মো. সাকেবুল ইসলাম।
কলকাতায় দুর্ঘটনা কবলিত মেসার্স মেরিন ট্রাস্ট-১–এর ক্যাপ্টেন একেএম মুছা আজকের পত্রিকাকে বলেন, ‘কলকাতার শ্যামা প্রাসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ চারজন নাবিককে মুক্তি দিচ্ছে। আগামী ২৯ নভেম্বর মঙ্গলবার ৪ নাবিক মুক্তি পেয়ে দেশে ফিরবেন।’
যে চার নাবিক মুক্তি পাচ্ছেন তাঁরা হলেন—চিফ অফিসার অনিমেষ সিকদার, ইনল্যান্ড মাস্টার আসগর আলী, দ্বিতীয় প্রকৌশলী শাহ পরান খান এবং ফরহাদ সিকদার।
আর যে দুজন নাবিক এখনো কলকাতা বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র পাননি তাঁরা হলেন—ক্যাপ্টেন একেএম মুছা ও প্রধান প্রকৌশলী ফাহিম ফয়সাল।
গত ২৪ মার্চ কন্টেইনার বোঝাই করার সময় কলকাতায় শ্যামা প্রাসাদ মুখার্জি বন্দরের ৫ নম্বর বার্থে কাত হয়ে যায় বাংলাদেশি জাহাজ মেরিন ট্রাস্ট-১। এ সময় জাহাজটিতে ১৫ জন নাবিক ছিলেন। কলকাতা বন্দর কর্তৃপক্ষ দাবি করছে, দুর্ঘটনার কারণে বাংলাদেশি জাহাজের ওপর চার্জ আরোপ ও তদন্তের স্বার্থে তাঁদের সেখানে আটকে রাখা হয়েছে।
গত ২৯ আগস্ট নয় নাবিককে মুক্তি দেওয়া হয়। বাকি ছয়জন নাবিক আট মাস ধরে কলকাতার সিমেন্স হোস্টেলে আটকে আছেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর দুর্ঘটনায় কাত হয়ে পড়া মেরিন ট্রাস্ট-১ জাহাজটি উদ্ধার করা হয়। জাহাজটি বাংলাদেশে নিয়ে আসার জন্য কলকাতা বন্দরের অনুমতির অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে গত ২৮ এপ্রিল বাংলাদেশের নৌ অধিদপ্তরের পক্ষ থেকে ভারতে নৌ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর দেওয়া এক পত্রে বাংলাদেশি নাবিকদের দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়।
দখলের সংক্রমণ থেকে বেরই হতে পারছে না রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দখলের থাবায় ক্রমে আয়তন কমছে বিশেষায়িত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির। সীমানা প্রাচীরের বাইরে জমি দখল করে গড়ে উঠেছে সাততলা বস্তি, ঘর, দোকান, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা।
৪ ঘণ্টা আগেঅবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
৫ ঘণ্টা আগেবরিশাল নগরের পোর্ট রোড মোকাম এখন ইলিশের বদলে তরমুজে সয়লাব। রোজায় আগাম এ ফলের যেমন চাহিদা, তেমনি দরও চড়া। কিন্তু শঙ্কার বিষয় হলো, আগাম আসা এ তরমুজের একাংশ এখনো অপরিপক্ব। অতি মুনাফার লোভে কৃষক অতিরিক্ত রাসায়নিক ও হরমোন প্রয়োগ করে বাজারে তুলেছেন। এ কারণে স্বাদের তরমুজ অনেকটা বিস্বাদ।
৫ ঘণ্টা আগে