Ajker Patrika

এলডিপি নেতার ভবনে ড্যান্স পার্টি থেকে ২৫ তরুণ-তরুণী আটক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৯
অভিযানে আটক তরুণ-তরুণীরা। ছবি: আজকের পত্রিকা
অভিযানে আটক তরুণ-তরুণীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে এলডিপি নেতার বাণিজ্যিক ভবনে চলা ‘কাপল ড্যান্স পার্টি’তে অভিযান চালিয়ে বিয়ারসহ ২৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেটসংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টার নামে একটি বাণিজ্যিক ভবনের সপ্তম তলা থেকে তাঁদের আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘মধ্যরাতে ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালানো হয়। এ সময় ২৫ তরুণ-তরুণীকে আটক করা হয়। এর মধ্যে ৮ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান চালানো হয়।’

ওসি আরও বলেন, অভিযানে একজনের হেফাজতে ৭০ বিয়ার উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হচ্ছে। বাকিদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ওই ভবনে তারা অভিযান চালায়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভবনটির এক ব্যবসায়ী জানান, ভবনটির মালিক এলডিপি দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এয়াকুব আলী। ওই ভবনের সপ্তম তলায় ড্যান্স পার্টি চলছিল। মঞ্জু নামের এক ব্যক্তি ফ্লোরটি ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে এ আয়োজন করে। জনপ্রতি দেড় হাজার টাকার বিনিময়ে ওই পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণ-তরুণীরা। রাতে উচ্চ স্বরে গান-বাজনা চলায় স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত