মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে অনুমোদনহীন সোহেল ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে মাশাল্লাহ-আলহামদুলিল্লাহ খামারির আটটি গরু গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে। এ বিষয়ে খামারের মালিক লিটন থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ব্যাটারি কারখানাসংলগ্ন খেত থেকে ঘাস কেটে গরুকে দিয়েছেন খামারি জসিম উদ্দিন লিটন। ওই ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে আটটি গরু। অবস্থা খারাপ দেখে খামারেই তিনটি গরু জবাই করেন ও পাঁচটি গরু কসাইয়ের কাছে স্বল্প মূল্যে বিক্রি করেন। এর আগেও একই কারণে কয়েকটি গরু মারা যাওয়ায় কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবার চালু করায় এর প্রভাব পড়ছে।
খামারমালিক জসিম উদ্দিন লিটন বলেন, ‘পাঁচ বছর ধরে খামার করছি। কোনো দিন অসুবিধা হয়নি। এই প্রথম ব্যাটারির কারখানাসংলগ্ন খেত থেকে ঘাস খাওয়ানোর কারণে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি এগুলোরও সমস্যা হয়, তাহলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
এদিকে কারখানার মালিক সোহেল বলেন, ‘সামান্য পরিবেশদূষণ হলেও হতে পারে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অন্য সব কাগজপত্র আছে। যেহেতু মানুষের ক্ষতি হয়, সেহেতু কারখানাটি বন্ধ করে দেব।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, ‘খবর পাওয়ার পর আমি খামারে যাই। ঘাসের মধ্যে বিষাক্ত গ্যাস ছিল। এ কারণে গরুগুলো অসুস্থ হয়ে গেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুরের মতলব উত্তরে অনুমোদনহীন সোহেল ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে মাশাল্লাহ-আলহামদুলিল্লাহ খামারির আটটি গরু গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে। এ বিষয়ে খামারের মালিক লিটন থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ব্যাটারি কারখানাসংলগ্ন খেত থেকে ঘাস কেটে গরুকে দিয়েছেন খামারি জসিম উদ্দিন লিটন। ওই ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে আটটি গরু। অবস্থা খারাপ দেখে খামারেই তিনটি গরু জবাই করেন ও পাঁচটি গরু কসাইয়ের কাছে স্বল্প মূল্যে বিক্রি করেন। এর আগেও একই কারণে কয়েকটি গরু মারা যাওয়ায় কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবার চালু করায় এর প্রভাব পড়ছে।
খামারমালিক জসিম উদ্দিন লিটন বলেন, ‘পাঁচ বছর ধরে খামার করছি। কোনো দিন অসুবিধা হয়নি। এই প্রথম ব্যাটারির কারখানাসংলগ্ন খেত থেকে ঘাস খাওয়ানোর কারণে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি এগুলোরও সমস্যা হয়, তাহলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
এদিকে কারখানার মালিক সোহেল বলেন, ‘সামান্য পরিবেশদূষণ হলেও হতে পারে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অন্য সব কাগজপত্র আছে। যেহেতু মানুষের ক্ষতি হয়, সেহেতু কারখানাটি বন্ধ করে দেব।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, ‘খবর পাওয়ার পর আমি খামারে যাই। ঘাসের মধ্যে বিষাক্ত গ্যাস ছিল। এ কারণে গরুগুলো অসুস্থ হয়ে গেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১১ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
৩৪ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
৩৬ মিনিট আগেফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে