নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে এবার চাঁদা দাবি ও ডাকাতির মামলা করেছে তাঁরই এলাকার এক বাসিন্দা। মামলায় আরও ১১৬ জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন।
এ সময় আদালত মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করতে রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মামলা বাদী মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি রাঙ্গুনিয়া ১৩ নম্বর ইসলামপুর ৮ নম্বর ওয়ার্ডের বাচুর মোহাম্মদ পাড়ার বাসিন্দা।
মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর ও ডাকাতির অভিযোগ আনা হয়। মামলা আসামিদের অধিকাংশ রাঙ্গুনিয়ার স্থায়ী বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কেবিসি ব্রিকফিল্ড ও তৎসংলগ্ন মামলার বাদীর বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে বাদী বাড়িতে হানা দেন আসামির। প্রতিবাদ করলে বাদীকে মারধর করেন আসামিরা। পরে ঘর ভাঙচুর করে স্টিলের আলমিরা ভেঙে ১ লাখ টাকা, বাদীর বউয়ের ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায় এবং বাদীর কাছ থেকে ৫ লাখ দাবি করা হয়।
চাঁদা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেন আসামিরা। পরে ১ লাখ টাকা চাঁদা দিয়ে আসামিদের কাছ থেকে কোনো রকম রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে এবার চাঁদা দাবি ও ডাকাতির মামলা করেছে তাঁরই এলাকার এক বাসিন্দা। মামলায় আরও ১১৬ জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন।
এ সময় আদালত মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করতে রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মামলা বাদী মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি রাঙ্গুনিয়া ১৩ নম্বর ইসলামপুর ৮ নম্বর ওয়ার্ডের বাচুর মোহাম্মদ পাড়ার বাসিন্দা।
মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর ও ডাকাতির অভিযোগ আনা হয়। মামলা আসামিদের অধিকাংশ রাঙ্গুনিয়ার স্থায়ী বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কেবিসি ব্রিকফিল্ড ও তৎসংলগ্ন মামলার বাদীর বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে বাদী বাড়িতে হানা দেন আসামির। প্রতিবাদ করলে বাদীকে মারধর করেন আসামিরা। পরে ঘর ভাঙচুর করে স্টিলের আলমিরা ভেঙে ১ লাখ টাকা, বাদীর বউয়ের ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায় এবং বাদীর কাছ থেকে ৫ লাখ দাবি করা হয়।
চাঁদা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেন আসামিরা। পরে ১ লাখ টাকা চাঁদা দিয়ে আসামিদের কাছ থেকে কোনো রকম রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
৩ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
২৫ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে