কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে। শীত মৌসুমেও এই দুই উপজেলার ৩৩টি ক্যাম্পে গড়ে ৫০ জন রোহিঙ্গার ডেঙ্গু শনাক্ত হচ্ছে। চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সেখানে ১৪ হাজার ৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ সময়ে মারা গেছেন ৯ জন।
এর আগের দুই বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হার কমেছে। তবে আক্রান্তের হার বেড়েছে। রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশাপাশি কক্সবাজারের নয় উপজেলার ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তবে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় বাসিন্দাদের মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত জেলায় ২০ হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে ৬ হাজার ৬৭ জন স্থানীয় বাংলাদেশি। বাকিরা রোহিঙ্গা নাগরিক। এ সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬ রোহিঙ্গার মৃত্যু হয়। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাড়িতে আক্রান্ত আরও তিন রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত আক্রান্ত ছিল ৪ হাজার ২৪৭ জন। আগস্টে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পে ৯১০ জন রোগী শনাক্ত এবং ৪ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস রোহিঙ্গা ক্যাম্প ও জেলার নয় উপজেলায় ডেঙ্গু রোগীর প্রকোপ বেশি দেখা দেয়।
এর আগে ২০২৩ সালে জেলায় ১৮ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছিল। এর মধ্যে রোহিঙ্গা নাগরিক ১৩ হাজার ৮৯৫ জন। মৃত্যু হয় ৪ বাংলাদেশিসহ ১৯ জনের। ২০২২ সালে নয় বাংলাদেশিসহ ৩৯ জনের মৃত্যু হয়েছিল। এ সময় আক্রান্ত হয়েছিল ১৭ হাজার ৩৯০ জন। তাদের মধ্যে বাংলাদেশি দুই হাজার ৩৮ জন।
চিকিৎসক ও সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গা শিবিরগুলো ঘিঞ্জি পরিবেশে গাদাগাদি জীবনযাপন, পানি পানিনিষ্কাশনের প্রতিবন্ধকতা, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানির কারণে সেখানে মশার প্রজনন বাড়ছে। অন্যদিকে মশার লার্ভা ও উড়ন্ত মশা মারার উদ্যোগও সীমিত। চিকিৎসকেরা বলছে, এখন শহরের পাশাপাশি গ্রামেও ডেঙ্গুর বিস্তার ঘটছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে ডেঙ্গুর প্রকোপ কমাতে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় এবং দেশি-বিদেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা নানা পদক্ষেপ নিয়েছে। এ তথ্য জানায় আরআরআরসি কার্যালয়ের চিকিৎসা সমন্বয়ক ডা. আবু তোহা ভূঁইয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে প্রচারণার পাশাপাশি রোহিঙ্গাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে নানাভাবে সচেতনতামূলক কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার। তিনি বলেন, এ বছর আক্রান্তের হার বাড়লেও মৃত্যু কমেছে। মারা যাওয়া ব্যক্তিদের সবাই রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে।
এখন শহরে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে জানিয়ে সিভিল সার্জন বলেন, চলতি বছর স্থানীয়দের কারও মৃত্যু হয়নি। মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে। শীত মৌসুমেও এই দুই উপজেলার ৩৩টি ক্যাম্পে গড়ে ৫০ জন রোহিঙ্গার ডেঙ্গু শনাক্ত হচ্ছে। চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সেখানে ১৪ হাজার ৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ সময়ে মারা গেছেন ৯ জন।
এর আগের দুই বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হার কমেছে। তবে আক্রান্তের হার বেড়েছে। রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশাপাশি কক্সবাজারের নয় উপজেলার ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তবে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় বাসিন্দাদের মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত জেলায় ২০ হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে ৬ হাজার ৬৭ জন স্থানীয় বাংলাদেশি। বাকিরা রোহিঙ্গা নাগরিক। এ সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬ রোহিঙ্গার মৃত্যু হয়। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাড়িতে আক্রান্ত আরও তিন রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত আক্রান্ত ছিল ৪ হাজার ২৪৭ জন। আগস্টে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পে ৯১০ জন রোগী শনাক্ত এবং ৪ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস রোহিঙ্গা ক্যাম্প ও জেলার নয় উপজেলায় ডেঙ্গু রোগীর প্রকোপ বেশি দেখা দেয়।
এর আগে ২০২৩ সালে জেলায় ১৮ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছিল। এর মধ্যে রোহিঙ্গা নাগরিক ১৩ হাজার ৮৯৫ জন। মৃত্যু হয় ৪ বাংলাদেশিসহ ১৯ জনের। ২০২২ সালে নয় বাংলাদেশিসহ ৩৯ জনের মৃত্যু হয়েছিল। এ সময় আক্রান্ত হয়েছিল ১৭ হাজার ৩৯০ জন। তাদের মধ্যে বাংলাদেশি দুই হাজার ৩৮ জন।
চিকিৎসক ও সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গা শিবিরগুলো ঘিঞ্জি পরিবেশে গাদাগাদি জীবনযাপন, পানি পানিনিষ্কাশনের প্রতিবন্ধকতা, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানির কারণে সেখানে মশার প্রজনন বাড়ছে। অন্যদিকে মশার লার্ভা ও উড়ন্ত মশা মারার উদ্যোগও সীমিত। চিকিৎসকেরা বলছে, এখন শহরের পাশাপাশি গ্রামেও ডেঙ্গুর বিস্তার ঘটছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে ডেঙ্গুর প্রকোপ কমাতে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় এবং দেশি-বিদেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা নানা পদক্ষেপ নিয়েছে। এ তথ্য জানায় আরআরআরসি কার্যালয়ের চিকিৎসা সমন্বয়ক ডা. আবু তোহা ভূঁইয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে প্রচারণার পাশাপাশি রোহিঙ্গাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে নানাভাবে সচেতনতামূলক কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার। তিনি বলেন, এ বছর আক্রান্তের হার বাড়লেও মৃত্যু কমেছে। মারা যাওয়া ব্যক্তিদের সবাই রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলো ডেঙ্গুর ‘হটস্পট’ হয়ে উঠেছে।
এখন শহরে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে জানিয়ে সিভিল সার্জন বলেন, চলতি বছর স্থানীয়দের কারও মৃত্যু হয়নি। মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে