উখিয়া (প্রতিনিধি) কক্সবাজার
'আমাদের মাথার ওপর থেকে ছায়া সরে গেছে, আমরা তাঁর মতো নেতা আর পাব না।' রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর জানাজা শেষে এভাবেই অশ্রু জড়িত কণ্ঠে বলছিলেন রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জমিল।
আজ বৃহস্পতিবার বিকেলে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এর ২ নম্বর কেন্দ্রে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নেয় বিপুলসংখ্যক মানুষ। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়ায় অবস্থিত নিজ অফিসে একদল অস্ত্রধারী গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গাদের এ নেতাকে।
জানাজায় অংশ নেওয়া আরেক রোহিঙ্গা আব্দুল হাকিম বলেন, ‘মুহিবুল্লাহর চলে যাওয়াতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল ক্ষতি হয়েছে। এই ক্ষতি কখনো পূরণ হবে না। তিনি খুব ভালো মানুষ ছিলেন। রোহিঙ্গাদের অধিকারে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি।’
১৪ এপিবিএন এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গণমাধ্যম কে জানিয়েছিলেন মিয়ানমারে ইউএনজি সরকার গঠন হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে। সে লক্ষ্যে ইউএনজি সরকারের সঙ্গে একটি চুক্তিও করেন রোহিঙ্গারা। কিন্তু বুধবার মুহিবুল্লাহর সেই সকল আশা কেড়ে নেয় সন্ত্রাসীরা।
'আমাদের মাথার ওপর থেকে ছায়া সরে গেছে, আমরা তাঁর মতো নেতা আর পাব না।' রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর জানাজা শেষে এভাবেই অশ্রু জড়িত কণ্ঠে বলছিলেন রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জমিল।
আজ বৃহস্পতিবার বিকেলে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এর ২ নম্বর কেন্দ্রে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নেয় বিপুলসংখ্যক মানুষ। এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়ায় অবস্থিত নিজ অফিসে একদল অস্ত্রধারী গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গাদের এ নেতাকে।
জানাজায় অংশ নেওয়া আরেক রোহিঙ্গা আব্দুল হাকিম বলেন, ‘মুহিবুল্লাহর চলে যাওয়াতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল ক্ষতি হয়েছে। এই ক্ষতি কখনো পূরণ হবে না। তিনি খুব ভালো মানুষ ছিলেন। রোহিঙ্গাদের অধিকারে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি।’
১৪ এপিবিএন এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গণমাধ্যম কে জানিয়েছিলেন মিয়ানমারে ইউএনজি সরকার গঠন হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে। সে লক্ষ্যে ইউএনজি সরকারের সঙ্গে একটি চুক্তিও করেন রোহিঙ্গারা। কিন্তু বুধবার মুহিবুল্লাহর সেই সকল আশা কেড়ে নেয় সন্ত্রাসীরা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
৪ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেবগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত আব্দুল মান্নানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার এরুলিয়া বানদিঘী পূর্বপাড়া গ্রামের কবরস্থান থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১৭ মিনিট আগেব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন...
৩১ মিনিট আগে