চিতাবিড়ালের ফুটফুটে তিন ছানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ০৩
Thumbnail image

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির চিতাবিড়ালের ঘরে এসেছে নতুন তিন অতিথি। বাংলাদেশে পাওয়া আট প্রজাতির মধ্যে একটি চিতাবিড়াল। এদের বন্দী অবস্থায় বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা খুবই বিরল। গত ২০ সেপ্টেম্বর এই তিন বাচ্চার জন্ম হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, ‘এ ঘটনা চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য এক নতুন অভিজ্ঞতা। বাংলাদেশে আমার জানামতে এই প্রথম ক্যাপটিভ অবস্থায় চিতাবিড়ালের বাচ্চার জন্ম হয়েছে। সচরাচর এই প্রজাতির বিড়ালকে বাচ্চা দিতে দেখা যায় না। এর আগে গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে হাঙ্গেরির ডেভরিসেন চিড়িয়াখানায় ক্যাপটিভ কন্ডিশনে একটি পুরুষ বাচ্চা জন্ম হয়েছে। এ ছাড়া ভারতের পাটনা চিড়িয়াখানায় এ ধরনের ব্রিডিংয়ের রেকর্ড আছে।  

ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ অবস্থায় তার মায়ের কাছে আছে। শারীরিক কোনো জটিলতা নেই। এ ধরনের বাচ্চা প্রথম দুই থেকে তিন মাস মায়ের সঙ্গেই থাকে। মায়ের দুধ পান করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত