দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আকরাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বসুরহাট রোডস্থ এনায়েত ভূঞা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একরাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন শুঁটকি ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত একরাম ফেনীর হাজারী রোডে বসবাস করত। আজ সকালে শুঁটকি নিয়ে খুচরা বিক্রির উদ্দেশ্যে ফেনীর মহিপাল থেকে সিএনজিযোগে বসুরহাটে যাচ্ছিল। এ সময় এনায়েত ভূঞা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ড্রিমল্যান্ড বাসের সঙ্গে তাঁর সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যুবরণ করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজি চালক মো. মেহেরাজকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
দাগনভূঞা থানার এসআই মোবারক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুর্ঘটনা কবলিত সিএনজি জব্দ করা হয়েছে।
এসআই আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে এখনো আটক করা সম্ভব হয়নি।
ফেনীর দাগনভূঞায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আকরাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বসুরহাট রোডস্থ এনায়েত ভূঞা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একরাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন শুঁটকি ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত একরাম ফেনীর হাজারী রোডে বসবাস করত। আজ সকালে শুঁটকি নিয়ে খুচরা বিক্রির উদ্দেশ্যে ফেনীর মহিপাল থেকে সিএনজিযোগে বসুরহাটে যাচ্ছিল। এ সময় এনায়েত ভূঞা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ড্রিমল্যান্ড বাসের সঙ্গে তাঁর সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যুবরণ করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজি চালক মো. মেহেরাজকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
দাগনভূঞা থানার এসআই মোবারক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুর্ঘটনা কবলিত সিএনজি জব্দ করা হয়েছে।
এসআই আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে এখনো আটক করা সম্ভব হয়নি।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী।
২ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
৮ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেবগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত আব্দুল মান্নানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার এরুলিয়া বানদিঘী পূর্বপাড়া গ্রামের কবরস্থান থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
২১ মিনিট আগে