Ajker Patrika

জামায়াত ২০২৫ সালের মধ্যে নির্বাচন চায়: ডা. আবদুল্লাহ তাহের

কুমিল্লা প্রতিনিধি  
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬: ৫৫
চৌদ্দগ্রামে দলের সমাবেশে বক্তব্য দেন ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা
চৌদ্দগ্রামে দলের সমাবেশে বক্তব্য দেন ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘২০২৫ সালের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে। তিন থেকে ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে— সেটাই জাতির প্রত্যাশা এবং জামায়াতের দাবি।’

আজ শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। ইতিহাস বলে, ফ্যাসিজম বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না। এ দেশেও সেটা হবে না। সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’

ডা. তাহের আরও বলেন, ‘নারীর অধিকার ও সংখ্যালঘুর বিষয়ে একটি মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের পরিবারের অনেক নারী সদস্য ব্যবসা করছে, চাকরি করছে। আমরা সংখ্যালঘুদের পাশে সব সময় কাজ করছি। আমরা কারও ওপর কোনো কিছু চাপিয়ে দেব না। প্রত্যেকেই তার ইচ্ছা অনুযায়ী অধিকার নিয়ে বসবাস করতে পারবে। জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায়।’

চৌদ্দগ্রামে দলের সমাবেশে বক্তব্য দেন ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা
চৌদ্দগ্রামে দলের সমাবেশে বক্তব্য দেন ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান।

উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত