চিকিৎসককে জরিমানা করা সেই ইউএনও ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

পরিচয় জানার পরেও চট্টগ্রামের একজন চিকিৎসককে জরিমানা করা সাতকানিয়া উপজেলার ইউএনও মো. নজরুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত এক আদেশ জারি করেছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত আদেশে সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই আদেশে হবিগঞ্জের ইউএনও ফাতেমা তুজ জোহরাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। 

এর আগে, লকডাউনের দ্বিতীয় দিন গত শুক্রবার একটি ফার্মেসিতে চেম্বার করতে যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে আটকানো হয় ফরহাদকে। সাতকানিয়ার ইউএনও নজরুল ইসলাম সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন। 

চেকপোস্টে ফরহাদকে থামিয়ে তাঁর মোটরসাইকেলের চাবি নিয়ে ইউএনওর কাছে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ইউএনও এই চিকিৎসকের পরিচয় জেনেও তাঁকে জরিমানা করেন। ফরহাদ গতকাল শনিবার নিজের ফেসবুকে এনিয়ে স্ট্যাটাস দিয়ে হেনস্তার ঘটনা তুলে ধরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে ওই ইউএনওকে ওএসডি করা হল। 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের লকডাউন চলছে। এই সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হলেও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। কঠোর লকডাউনের মধ্যে চিকিৎসকদের চলাফেরায় কোনো বাধা নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত