Ajker Patrika

পটিয়ায় দাঁড়িয়ে দেওয়া হয়েছে গণটিকা, ক্ষুব্ধ এলাকাবাসী 

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪০
পটিয়ায় দাঁড়িয়ে দেওয়া হয়েছে গণটিকা, ক্ষুব্ধ এলাকাবাসী 

চট্টগ্রামের পটিয়ায় ৩০০ জনকে দাঁড়িয়ে থাকা অবস্থায় টিকা প্রয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের আশিয়া উচ্চবিদ্যালয় গণটিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিন গণটিকা কার্যক্রমের নির্ধারিত তারিখ থাকায় টিকার দ্বিতীয় ডোজ নিতে আসেন অনেকে। দাঁড়িয়ে টিকা নেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় এলাকাবাসী। 

সরেজমিনে দেখা যায়, সারি সারি লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ। একজন স্বাস্থ্য সহকারী ইনজেকশন নিয়ে পুশ করছেন ভ্যাকসিন। নেই কোনো বসার ব্যবস্থা। যেভাবে দাঁড়িয়েছেন, সেভাবেই দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। 

দাঁড়িয়ে টিকা নেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় এলাকাবাসীরাটিকা নিয়ে আসা এক ব্যক্তি বলেন, টিকা নিতে আসা মানুষের জন্য বসার ব্যবস্থা রাখা হয়নি। যে যেভাবে পারছেন টিকা দিচ্ছেন। কোনো শৃঙ্খলা ছিল না টিকাকেন্দ্রে। 
 
জানা গেছে, এই কেন্দ্রে দুটি বুথে ৬০০ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্যে একটি বুথের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য সহকারী শামীম আজাদ ও সফুরা বেগম। শামীম ও সফুরা দায়িত্ব পালন করা এই বুথে ঘটে এমন ঘটনা। এই বুথে টিকা নিতে আসা ৩০০ জনকেই দাঁড়িয়ে থাকা অবস্থায় ভ্যাকসিন প্রয়োগ করা হয়। 

ঘটনার বিষয়ে টিকা প্রয়োগের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী শামীম আজাদ বলেন, আমার উচ্চরক্তচাপ রয়েছে। এ ছাড়া আমার কোমরে ব্যথা থাকার কারণে আমি দাঁড়িয়ে টিকা প্রয়োগ করেছি। 

দাঁড়িয়ে টিকা নেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় এলাকাবাসীরাসঙ্গে থাকা আরেক স্বাস্থ্য সহকারী তখন কী করছিলেন এমন প্রশ্নে শামীম বলেন, তিনি টিকার কার্ড সংগ্রহ করে তা যাচাইবাছাই করছিলেন। একজন হওয়ার কারণে এত মানুষের চাপ সামলাতে একটু বেগ পেতে হয় বলে জানান তিনি। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, দাঁড়িয়ে টিকা প্রয়োগের কোনো সুযোগ নেই। কেউ এমন কাজ করে থাকলে তাঁকে জবাবদিহির আওতায় আসতে হবে। তাঁর বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা নেওয়া হবে। 

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, দাঁড়িয়ে টিকা প্রয়োগ করা কোনোভাবেই ঠিক নয়। ক্ষেত্রবিশেষে দু-একজন হয়তো দাঁড়িয়ে টিকা নিতে পারেন। তবে গণহারে দাঁড়িয়ে টিকা দেওয়া হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত