বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
শুক্র-শনিবারের সঙ্গে ঈদে মিলাদুন্নবীসহ টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। রিসোর্টে জায়গা না পেয়ে অনেক পর্যটক খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে রাত কাটিয়েছেন।
এদিকে পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা রুম পেয়েছেন তাঁদের অনেকেই তিন মাস আগে রিসোর্ট ও কটেজ বুকিং দিয়ে রেখেছিলেন।
অন্যদিকে পর্যটকের বাড়তি চাপ সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছেন খাবারের হোটেল ও রিসোর্টের মালিকেরা।
সাজেকের পর্যটন ব্যবসায়ী ও রিসোর্টের মালিক জেরি লুসাই আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক পর্যটক রুম না পেয়ে সকালে এসে বিকেলে ফিরে গেছেন। পর্যটকদের চাপ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। তবে পর্যটকেরা ভীষণ উপভোগ করছেন।’
হারুনর রশীদ নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়তি নিরাপত্তা ও প্রাকৃতিক মনোরম পরিবেশ সাজেককে জনপ্রিয় করে তুলছে। তবে সাজেকে সড়কের অবস্থা খুবই খারাপ। দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ‘টানা তিন দিনের সরকারি ছুটির ফলে সাজেকে পর্যটকের ভিড় জমেছে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। তাই পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।’
শুক্র-শনিবারের সঙ্গে ঈদে মিলাদুন্নবীসহ টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। রিসোর্টে জায়গা না পেয়ে অনেক পর্যটক খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে রাত কাটিয়েছেন।
এদিকে পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা রুম পেয়েছেন তাঁদের অনেকেই তিন মাস আগে রিসোর্ট ও কটেজ বুকিং দিয়ে রেখেছিলেন।
অন্যদিকে পর্যটকের বাড়তি চাপ সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছেন খাবারের হোটেল ও রিসোর্টের মালিকেরা।
সাজেকের পর্যটন ব্যবসায়ী ও রিসোর্টের মালিক জেরি লুসাই আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক পর্যটক রুম না পেয়ে সকালে এসে বিকেলে ফিরে গেছেন। পর্যটকদের চাপ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। তবে পর্যটকেরা ভীষণ উপভোগ করছেন।’
হারুনর রশীদ নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়তি নিরাপত্তা ও প্রাকৃতিক মনোরম পরিবেশ সাজেককে জনপ্রিয় করে তুলছে। তবে সাজেকে সড়কের অবস্থা খুবই খারাপ। দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ‘টানা তিন দিনের সরকারি ছুটির ফলে সাজেকে পর্যটকের ভিড় জমেছে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। তাই পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।’
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে