‘আমার সাথে আর দেখা না-ও হতে পারে’, বাবাকে বলেন জিম্মি বিপ্লব

প্রতিনিধি, ওসমানীনগর
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১: ১১
Thumbnail image

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজে থাকা ২৩ বাংলাদেশির একজন ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব (৩৮)। তিনি ওই গ্রামের রৌশন ভূঁইয়া বাড়ির আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। তাঁর মায়ের নাম রৌশনারা। 

আজ বুধবার দুপুরে সরেজমিন তাঁর বাড়িতে গেলে তাঁর বৃদ্ধ বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল বিকেল ৫টা ২৪ মিনিটে তাঁর ছেলে ফোন করে বলেন, মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা তাঁদের জিম্মি করেছে। তিনি বাবাকে বলেন, ‘আমার সাথে আর দেখা না-ও হতে পারে, আমার জন্য দোয়া করবেন।’ সরকার ও জাহাজের মালিক কর্তৃপক্ষের কাছে আকুতি জানিয়ে বলেন, জিম্মিদের মুক্ত করতে যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয়। ওই জাহাজে তিনি ইলেকট্রিশিয়ানের পদে কর্মরত আছেন।

দুই ছেলের জনক ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব। আট বছর আগে জাহাজের চাকরিতে যোগ দেন। চার মাস আগে বাড়িতে এসে এক মাস থেকে আবার জাহাজে চলে যান। 

আবুল হোসেনের ভূঁইয়ার চার ছেলে দুই মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তিনি। স্ত্রী উম্মে সালমা সোনিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোমালিয়ার জলদস্যুরা যখন জাহাজে আক্রমণ করছে বাংলাদেশ সময় বেলা ২টার দিকে; তখন তাঁর স্বামী তাঁর কাছে ফোন দেন। দোয়া করার জন্য বলেন। সেই সঙ্গে দুই সন্তান ইব্রাহিম আল রেদোয়ান (৭) ও লুতফুর রহমান  রিহান (৩) দেখে রাখার জন্য অনুরোধ করেন। 

ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব (৩৮)। ছবি: সংগৃহীতইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লবের নিকটাত্মীয় বালাকাত উল্লা মিলন জানান, বিপ্লব অত্যন্ত ভালো ছেলে। এলাকায় তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। জিম্মিদের যেন সরকার ও জাহাজের মালিক কর্তৃপক্ষ উদ্ধারের ব্যবস্থা নেয়, সেই আবেদন জানান তিনি। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘জিম্মি ২৩ বাংলাদেশির মধ্যে দাগনভূঞা উপজেলার একজনের খবর আমরা জানতে পেরেছি। ওই বাড়িতে আমাদের পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা খোঁজখবর নিচ্ছে।’

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত