প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানার দুই বাঘিনী পরী ও জয়া। পরীর বুক-জুড়ে এসেছে তিন ব্যাঘ্র শাবক। জয়ার ঘরে দুটি শাবক এলেও খালি হয়েছে বুক। জন্ম নিলেও পৃথিবীর বাতাসে দম নিয়েছে অল্প কিছুক্ষণ। গত বৃহস্পতিবার (৬ মে) পরীর গর্ভের তিন শাবক ও শুক্রবার (৭ মে) জয়ার গর্ভের দুই শাবক ভূমিষ্ঠ হয়। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সোমবার (১০ মে) বিষয়টি গণমাধ্যমকে জানায়।
সোমবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরী গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে তিনটি শাবকের জন্ম দেয়। শাবকগুলো সুস্থ আছে। এদের ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি।
তিনি আরও বলেন, পরীর ঘরে আলো ফুটলেও ‘জয়ার’ দুটি শাবকই মারা গেছে। জন্মের পর দুধ না পাওয়ায় পরদিন এদের মৃত্যু হয়। এ সময়টাতে বাঘিনী খুব আক্রমণাত্মক থাকে। তাই আমরা কাছেও যেতে পারিনি যে বাচ্চাগুলোকে আলাদা করে নিয়ে দুধ দিব। মারা যাওয়া এই দুই শাবকের একটি সাদা বাঘ ছিল।'
নতুন তিনটি শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়।
এর আগে ২০২০ সালের ১৪ নভেম্বর বাঘিনী জয়ার ঘরে জন্ম নেয় তিন শাবক। এদের মধ্যে দুটি শাবক মারা গেলেও মুমূর্ষু তৃতীয় শাবকটি কিউরেটর শাহাদাত হোসেনের সেবা-যত্নে প্রাণ ফিরে পায়। শাবকটির নাম জো বাইডেন। গত ২১ এপ্রিল এটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়।
এর আগে ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকায় কেনা ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরি যুগলের তিনটি ছানার জন্ম হয়, যার মধ্যে দুটি ছিল হোয়াইট টাইগার, অন্যটি কমলা-কালো ডোরাকাটা। পরদিন একটি হোয়াইট টাইগার মারা যায়। অন্য সাদা বাঘিনীটির নাম রাখা হয় শুভ্রা। কমলা-কালো বাঘিনীটির নাম দেয়া হয় জয়া। শুভ্রা বাংলাদেশের প্রথম সাদা বাঘ।
চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানার দুই বাঘিনী পরী ও জয়া। পরীর বুক-জুড়ে এসেছে তিন ব্যাঘ্র শাবক। জয়ার ঘরে দুটি শাবক এলেও খালি হয়েছে বুক। জন্ম নিলেও পৃথিবীর বাতাসে দম নিয়েছে অল্প কিছুক্ষণ। গত বৃহস্পতিবার (৬ মে) পরীর গর্ভের তিন শাবক ও শুক্রবার (৭ মে) জয়ার গর্ভের দুই শাবক ভূমিষ্ঠ হয়। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সোমবার (১০ মে) বিষয়টি গণমাধ্যমকে জানায়।
সোমবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরী গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে তিনটি শাবকের জন্ম দেয়। শাবকগুলো সুস্থ আছে। এদের ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি।
তিনি আরও বলেন, পরীর ঘরে আলো ফুটলেও ‘জয়ার’ দুটি শাবকই মারা গেছে। জন্মের পর দুধ না পাওয়ায় পরদিন এদের মৃত্যু হয়। এ সময়টাতে বাঘিনী খুব আক্রমণাত্মক থাকে। তাই আমরা কাছেও যেতে পারিনি যে বাচ্চাগুলোকে আলাদা করে নিয়ে দুধ দিব। মারা যাওয়া এই দুই শাবকের একটি সাদা বাঘ ছিল।'
নতুন তিনটি শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়।
এর আগে ২০২০ সালের ১৪ নভেম্বর বাঘিনী জয়ার ঘরে জন্ম নেয় তিন শাবক। এদের মধ্যে দুটি শাবক মারা গেলেও মুমূর্ষু তৃতীয় শাবকটি কিউরেটর শাহাদাত হোসেনের সেবা-যত্নে প্রাণ ফিরে পায়। শাবকটির নাম জো বাইডেন। গত ২১ এপ্রিল এটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়।
এর আগে ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকায় কেনা ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরি যুগলের তিনটি ছানার জন্ম হয়, যার মধ্যে দুটি ছিল হোয়াইট টাইগার, অন্যটি কমলা-কালো ডোরাকাটা। পরদিন একটি হোয়াইট টাইগার মারা যায়। অন্য সাদা বাঘিনীটির নাম রাখা হয় শুভ্রা। কমলা-কালো বাঘিনীটির নাম দেয়া হয় জয়া। শুভ্রা বাংলাদেশের প্রথম সাদা বাঘ।
মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ few সেকেন্ড আগেশেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তা-ই করছে সরকার।
১৬ মিনিট আগেঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৩১ মিনিট আগে