প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানার দুই বাঘিনী পরী ও জয়া। পরীর বুক-জুড়ে এসেছে তিন ব্যাঘ্র শাবক। জয়ার ঘরে দুটি শাবক এলেও খালি হয়েছে বুক। জন্ম নিলেও পৃথিবীর বাতাসে দম নিয়েছে অল্প কিছুক্ষণ। গত বৃহস্পতিবার (৬ মে) পরীর গর্ভের তিন শাবক ও শুক্রবার (৭ মে) জয়ার গর্ভের দুই শাবক ভূমিষ্ঠ হয়। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সোমবার (১০ মে) বিষয়টি গণমাধ্যমকে জানায়।
সোমবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরী গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে তিনটি শাবকের জন্ম দেয়। শাবকগুলো সুস্থ আছে। এদের ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি।
তিনি আরও বলেন, পরীর ঘরে আলো ফুটলেও ‘জয়ার’ দুটি শাবকই মারা গেছে। জন্মের পর দুধ না পাওয়ায় পরদিন এদের মৃত্যু হয়। এ সময়টাতে বাঘিনী খুব আক্রমণাত্মক থাকে। তাই আমরা কাছেও যেতে পারিনি যে বাচ্চাগুলোকে আলাদা করে নিয়ে দুধ দিব। মারা যাওয়া এই দুই শাবকের একটি সাদা বাঘ ছিল।'
নতুন তিনটি শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়।
এর আগে ২০২০ সালের ১৪ নভেম্বর বাঘিনী জয়ার ঘরে জন্ম নেয় তিন শাবক। এদের মধ্যে দুটি শাবক মারা গেলেও মুমূর্ষু তৃতীয় শাবকটি কিউরেটর শাহাদাত হোসেনের সেবা-যত্নে প্রাণ ফিরে পায়। শাবকটির নাম জো বাইডেন। গত ২১ এপ্রিল এটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়।
এর আগে ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকায় কেনা ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরি যুগলের তিনটি ছানার জন্ম হয়, যার মধ্যে দুটি ছিল হোয়াইট টাইগার, অন্যটি কমলা-কালো ডোরাকাটা। পরদিন একটি হোয়াইট টাইগার মারা যায়। অন্য সাদা বাঘিনীটির নাম রাখা হয় শুভ্রা। কমলা-কালো বাঘিনীটির নাম দেয়া হয় জয়া। শুভ্রা বাংলাদেশের প্রথম সাদা বাঘ।
চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানার দুই বাঘিনী পরী ও জয়া। পরীর বুক-জুড়ে এসেছে তিন ব্যাঘ্র শাবক। জয়ার ঘরে দুটি শাবক এলেও খালি হয়েছে বুক। জন্ম নিলেও পৃথিবীর বাতাসে দম নিয়েছে অল্প কিছুক্ষণ। গত বৃহস্পতিবার (৬ মে) পরীর গর্ভের তিন শাবক ও শুক্রবার (৭ মে) জয়ার গর্ভের দুই শাবক ভূমিষ্ঠ হয়। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সোমবার (১০ মে) বিষয়টি গণমাধ্যমকে জানায়।
সোমবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরী গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে তিনটি শাবকের জন্ম দেয়। শাবকগুলো সুস্থ আছে। এদের ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি।
তিনি আরও বলেন, পরীর ঘরে আলো ফুটলেও ‘জয়ার’ দুটি শাবকই মারা গেছে। জন্মের পর দুধ না পাওয়ায় পরদিন এদের মৃত্যু হয়। এ সময়টাতে বাঘিনী খুব আক্রমণাত্মক থাকে। তাই আমরা কাছেও যেতে পারিনি যে বাচ্চাগুলোকে আলাদা করে নিয়ে দুধ দিব। মারা যাওয়া এই দুই শাবকের একটি সাদা বাঘ ছিল।'
নতুন তিনটি শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়।
এর আগে ২০২০ সালের ১৪ নভেম্বর বাঘিনী জয়ার ঘরে জন্ম নেয় তিন শাবক। এদের মধ্যে দুটি শাবক মারা গেলেও মুমূর্ষু তৃতীয় শাবকটি কিউরেটর শাহাদাত হোসেনের সেবা-যত্নে প্রাণ ফিরে পায়। শাবকটির নাম জো বাইডেন। গত ২১ এপ্রিল এটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়।
এর আগে ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকায় কেনা ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরি যুগলের তিনটি ছানার জন্ম হয়, যার মধ্যে দুটি ছিল হোয়াইট টাইগার, অন্যটি কমলা-কালো ডোরাকাটা। পরদিন একটি হোয়াইট টাইগার মারা যায়। অন্য সাদা বাঘিনীটির নাম রাখা হয় শুভ্রা। কমলা-কালো বাঘিনীটির নাম দেয়া হয় জয়া। শুভ্রা বাংলাদেশের প্রথম সাদা বাঘ।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২ ঘণ্টা আগে