দীঘিনালায় আগুনে পুড়ল ৬০টি দোকান 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৩, ১৫: ৫৭
Thumbnail image

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৬০টি দোকান। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলা বাস টার্মিনাল-সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে এ আগুনের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেছেন ফয়ার সার্ভিসের কর্মীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফয়ার সার্ভিস।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১টার দিকে বাজারে আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে স্থানীয়দের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে প্রায় ৬০টি দোকান পুড়ে যায়। এর মধ্যে অধিকাংশ দোকান কাঠের। তাই আজ বেলা ১১টার দিকেও দোকানগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীদেরও দেখা যায় দোকানগুলোতে পানি দিতে। 

দীঘিনালা স্টেশন কর্মকর্তা পংকজ কুমার বড়ুয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণসহ আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত