খাবারে তেলাপোকার জন্য চবির ক্যানটিনে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

অপরিচ্ছন্ন পরিবেশ খাবার পরিবেশন, খাবারে তেলাপোকা, নিম্নমানসহ ১২টি অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি ক্যানটিনে তালা দিয়েছে শাখা ছাত্রলীগ। এ সময় তারা হল প্রশাসনের প্রতি সাত দফা দাবি পেশ করে। 

আজ রোববার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও এফ রহমান হলের ক্যানটিনে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুই হলের প্রভোস্টের উপস্থিতিতে এক ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়। 

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ক্যানটিনের খাবারে প্রায়ই পোকামাকড় পাওয়া যায়। পঁচা বাসি খাবার পরিবেশন করা হয়। খাবার ঢেকে রাখা হয় না, মাছি ভন ভন করে। শাক-সবজিতে বালু পাওয়া যায়। খাবারের মান খুব খারাপ। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয়। 

দাবিগুলো হলো খাবারের মান ঠিক রাখা, ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, থালাবাসন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবারের দাম দুই হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা, পঁচা বাসি খাবার না দেওয়া, ফিল্টারের মাধ্যমে খাবার পানি বিশুদ্ধ করা ও খাবার ঢেকে রাখা। 

এফ রহমান হলের আবাসিক ছাত্র ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আলাওল ও এফ রহমান হলের জন্য একটি ক্যানটিন রয়েছে। এই ক্যানটিনের খাবারের মান খুব খারাপ। প্রায়ই খাবারে পোকা পাওয়া যায়। ক্যানটিনের পরিবেশ অপরিচ্ছন্ন। এসব দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে হলের ক্যানটিনে তালা দিয়েছি। 

জানতে চাইলে এফ রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যানটিনে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাবারে পোকা পাওয়াসহ কয়েকটি অভিযোগে শিক্ষার্থীরা ক্যানটিনে তালা দিয়েছিল। আমরা ক্যানটিন মালিকের সঙ্গে কথা বলে তালা খুলে দিয়েছি। ক্যানটিন মালিককে আমরা সতর্ক করেছি। পরবর্তীতে এ ধরনের অভিযোগ আসলে আমরা ক্যানটিন বরাদ্দ বাতিল করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত