চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
অপরিচ্ছন্ন পরিবেশ খাবার পরিবেশন, খাবারে তেলাপোকা, নিম্নমানসহ ১২টি অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি ক্যানটিনে তালা দিয়েছে শাখা ছাত্রলীগ। এ সময় তারা হল প্রশাসনের প্রতি সাত দফা দাবি পেশ করে।
আজ রোববার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও এফ রহমান হলের ক্যানটিনে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুই হলের প্রভোস্টের উপস্থিতিতে এক ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ক্যানটিনের খাবারে প্রায়ই পোকামাকড় পাওয়া যায়। পঁচা বাসি খাবার পরিবেশন করা হয়। খাবার ঢেকে রাখা হয় না, মাছি ভন ভন করে। শাক-সবজিতে বালু পাওয়া যায়। খাবারের মান খুব খারাপ। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয়।
দাবিগুলো হলো খাবারের মান ঠিক রাখা, ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, থালাবাসন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবারের দাম দুই হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা, পঁচা বাসি খাবার না দেওয়া, ফিল্টারের মাধ্যমে খাবার পানি বিশুদ্ধ করা ও খাবার ঢেকে রাখা।
এফ রহমান হলের আবাসিক ছাত্র ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আলাওল ও এফ রহমান হলের জন্য একটি ক্যানটিন রয়েছে। এই ক্যানটিনের খাবারের মান খুব খারাপ। প্রায়ই খাবারে পোকা পাওয়া যায়। ক্যানটিনের পরিবেশ অপরিচ্ছন্ন। এসব দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে হলের ক্যানটিনে তালা দিয়েছি।
জানতে চাইলে এফ রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যানটিনে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাবারে পোকা পাওয়াসহ কয়েকটি অভিযোগে শিক্ষার্থীরা ক্যানটিনে তালা দিয়েছিল। আমরা ক্যানটিন মালিকের সঙ্গে কথা বলে তালা খুলে দিয়েছি। ক্যানটিন মালিককে আমরা সতর্ক করেছি। পরবর্তীতে এ ধরনের অভিযোগ আসলে আমরা ক্যানটিন বরাদ্দ বাতিল করব।
অপরিচ্ছন্ন পরিবেশ খাবার পরিবেশন, খাবারে তেলাপোকা, নিম্নমানসহ ১২টি অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি ক্যানটিনে তালা দিয়েছে শাখা ছাত্রলীগ। এ সময় তারা হল প্রশাসনের প্রতি সাত দফা দাবি পেশ করে।
আজ রোববার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও এফ রহমান হলের ক্যানটিনে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুই হলের প্রভোস্টের উপস্থিতিতে এক ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ক্যানটিনের খাবারে প্রায়ই পোকামাকড় পাওয়া যায়। পঁচা বাসি খাবার পরিবেশন করা হয়। খাবার ঢেকে রাখা হয় না, মাছি ভন ভন করে। শাক-সবজিতে বালু পাওয়া যায়। খাবারের মান খুব খারাপ। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয়।
দাবিগুলো হলো খাবারের মান ঠিক রাখা, ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, থালাবাসন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাবারের দাম দুই হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা, পঁচা বাসি খাবার না দেওয়া, ফিল্টারের মাধ্যমে খাবার পানি বিশুদ্ধ করা ও খাবার ঢেকে রাখা।
এফ রহমান হলের আবাসিক ছাত্র ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আলাওল ও এফ রহমান হলের জন্য একটি ক্যানটিন রয়েছে। এই ক্যানটিনের খাবারের মান খুব খারাপ। প্রায়ই খাবারে পোকা পাওয়া যায়। ক্যানটিনের পরিবেশ অপরিচ্ছন্ন। এসব দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে হলের ক্যানটিনে তালা দিয়েছি।
জানতে চাইলে এফ রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যানটিনে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাবারে পোকা পাওয়াসহ কয়েকটি অভিযোগে শিক্ষার্থীরা ক্যানটিনে তালা দিয়েছিল। আমরা ক্যানটিন মালিকের সঙ্গে কথা বলে তালা খুলে দিয়েছি। ক্যানটিন মালিককে আমরা সতর্ক করেছি। পরবর্তীতে এ ধরনের অভিযোগ আসলে আমরা ক্যানটিন বরাদ্দ বাতিল করব।
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
১১ মিনিট আগেবগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ।
২৭ মিনিট আগেনিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক...
৩৩ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন হল এবং কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তনের দাবি উঠেছে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ২ ডিসেম্বর নাম পরিবর্তনবিষয়ক কমিটি গঠন করে। কিন্তু প্রায় দেড় মাসেও কোনো অগ্রগতি...
১ ঘণ্টা আগে