নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে ৩০ বছর আগে যুবলীগের এক নেতা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিদ ওরফে শহিদকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর সরাইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা-পুলিশ।
জানা যায়, অভিযুক্ত শহিদ নগরীর আকবর শাহ থানার শহীদ লেইন এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার এড়াতে শহিদ সাংবাদিক পরিচয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন।
এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, ১৯৯২ সালে নগরীর ডবলমুরিং থানায় রুজু করা চাঞ্চল্যকর কাজল হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি শহিদ। তিনি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থেকে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বসবাস করতেন। তিনি এমবিটিভি. নেট এর সহ-সম্পাদক ও দৈনিক রূপালীর চট্টগ্রামের ব্যুরো চিফ বলে নিজের পরিচয় দিতেন। চলতি মাসে তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আসে থানায়। সেই পরোয়ানামূলে শহিদকে শনাক্ত করে পরে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগের হত্যাকাণ্ডের ঘটনায় শহিদ গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন তিনি। কয়েক বছর ধরে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাস করতে শুরু করেন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৩ জুলাই নগরীর ডবলমুরিং থানার সবুজবাগ মসজিদের সামনে যুবলীগের নেতা জসীম উদ্দিন কাজলকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত গত ২২ মার্চ রায় দেন। রায়ে শহিদসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
চট্টগ্রাম নগরীতে ৩০ বছর আগে যুবলীগের এক নেতা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিদ ওরফে শহিদকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর সরাইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা-পুলিশ।
জানা যায়, অভিযুক্ত শহিদ নগরীর আকবর শাহ থানার শহীদ লেইন এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার এড়াতে শহিদ সাংবাদিক পরিচয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন।
এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, ১৯৯২ সালে নগরীর ডবলমুরিং থানায় রুজু করা চাঞ্চল্যকর কাজল হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি শহিদ। তিনি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থেকে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বসবাস করতেন। তিনি এমবিটিভি. নেট এর সহ-সম্পাদক ও দৈনিক রূপালীর চট্টগ্রামের ব্যুরো চিফ বলে নিজের পরিচয় দিতেন। চলতি মাসে তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আসে থানায়। সেই পরোয়ানামূলে শহিদকে শনাক্ত করে পরে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগের হত্যাকাণ্ডের ঘটনায় শহিদ গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন তিনি। কয়েক বছর ধরে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাস করতে শুরু করেন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৩ জুলাই নগরীর ডবলমুরিং থানার সবুজবাগ মসজিদের সামনে যুবলীগের নেতা জসীম উদ্দিন কাজলকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত গত ২২ মার্চ রায় দেন। রায়ে শহিদসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে