ফরিদগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি বিষপানে আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৩৯
Thumbnail image

চাঁদপুরের ফরিদগঞ্জে হৃদয় জমাদার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরিবার বলছে, বিষপানে আত্মহত্যা করেছে। 

গতকাল শনিবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৮টার সময় নিজ বাড়িতে বিষপান করলে ওই যুবককে হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। 

হৃদয় জমাদার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিশেরবন্ধ গ্রামের বাবুল জমাদারের ছেলে। তবে কী কারণে সে বিষপান করেছে, তা জানা যায়নি। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তিনি কীটনাশকজাতীয় পদার্থ খেয়েছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত