লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে এজাহারভুক্ত আসামি মো. বেলাল হোসেনকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। গতকাল বুধবার রাত ৮টার দিকে শরীফপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার আহত পুলিশ কর্মকর্তা ছাদেকুল ইসলাম বাদী হয়ে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
সদর থানা উপপরিদর্শক ছাদেকুল ইসলাম, হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. ফরহাদ হোসেন, কনস্টেবল ইকবাল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমদের ছেলে নুর ইসলাম বাদী হয়ে ২৬ নভেম্বর সদর থানায় পারিবারিক বিরোধে মারামারির ঘটনায় একটি মামলা করেন। ওই মামলায় একই ইউনিয়নর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেনকে প্রধান করে ৯ জনকে আসামি করা হয়। উক্ত আসামি বেলাল হোসেনকে ভবানীগঞ্জের শরীফপুর এলাকার আছিয়ার মার্কেটের নিজাম উদ্দিনের ফার্মেসিতে অবস্থান করছিলেন।
এ খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক ছাদেকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে ধরতে অভিযানে যায়। এ সময় বেলাল হোসেনকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদের নেতৃত্বে ৭০–৮০ জন লোক জড়ে হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা বেলাল হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের তিন কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০–৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে এজাহারভুক্ত আসামি মো. বেলাল হোসেনকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। গতকাল বুধবার রাত ৮টার দিকে শরীফপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার আহত পুলিশ কর্মকর্তা ছাদেকুল ইসলাম বাদী হয়ে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
সদর থানা উপপরিদর্শক ছাদেকুল ইসলাম, হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. ফরহাদ হোসেন, কনস্টেবল ইকবাল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমদের ছেলে নুর ইসলাম বাদী হয়ে ২৬ নভেম্বর সদর থানায় পারিবারিক বিরোধে মারামারির ঘটনায় একটি মামলা করেন। ওই মামলায় একই ইউনিয়নর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেনকে প্রধান করে ৯ জনকে আসামি করা হয়। উক্ত আসামি বেলাল হোসেনকে ভবানীগঞ্জের শরীফপুর এলাকার আছিয়ার মার্কেটের নিজাম উদ্দিনের ফার্মেসিতে অবস্থান করছিলেন।
এ খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক ছাদেকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে ধরতে অভিযানে যায়। এ সময় বেলাল হোসেনকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদের নেতৃত্বে ৭০–৮০ জন লোক জড়ে হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা বেলাল হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের তিন কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০–৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
বরিশালের উজিরপুর উপজেলার হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ সম্পত্তি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এ ছাড়া নির্মাণকাজ বন্ধে উচ্চ আদালত স্থিতাবস্থা জারি করেছেন।
৪ ঘণ্টা আগেযশোরের কেশবপুরে পুত্রবধূ ও শাশুড়িদের নিয়ে ব্যতিক্রমী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই ‘বৌমা-শাশুড়ি’ সমাবেশের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগেহবিগঞ্জের চুনারুঘাটে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নজর এড়িয়ে এ সব মাটি বিক্রি করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেস্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেছেন, দেশের স্থানীয় সরকারব্যবস্থা অনেক পুরোনো। কতগুলো বিচ্ছিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তসম্পর্ক তৈরি হয়নি। ফলে এগুলো কার্যকর ভূমিকাও রাখতে পারছে না। অসামঞ্জস্যপূর্ণ এ ব্যবস্থার উন্নয়ন হয়নি।
৪ ঘণ্টা আগে