ফেসবুক পেজ সাংবাদিকতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত: চৌধুরী নওফেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

যখন-তখন সাইনবোর্ড লাগিয়ে সাংবাদিক বনে যাওয়াদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, ফেসবুক পেজ খুলে সাংবাদিক হওয়ার প্রবণতা বেড়েছে। অনলাইনে এই ধরনের সাংবাদিকতা অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নীতি-নৈতিকতা বিত্তশালীদের কাছে বন্দী হয়ে গেছে দাবি করে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, বড় বড় প্রতিষ্ঠানের মালিকেরা সংবাদপত্রের মালিক হয়ে নীতি-নৈতিকতা নিয়ন্ত্রণ করছে। এটি আমাদের জন্য দুর্ভাগ্য। প্রতিবেশী দেশেও ৪৯ শতাংশের বেশি মালিকানা উদ্যোক্তাদের দেওয়া হয় না।

রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত প্রতিযোগিতার কারণে চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নওফেল বলেন, রাজনৈতিক নেতারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করছে। তাঁদের ব্যক্তিগত প্রতিযোগিতা কখনো এত বেশি হয়ে যায়, যার কারণে উন্নয়নও বাধাগ্রস্ত হয়। সেগুলো নিরসনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত