নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও লরির সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাটে লরির ধাক্কায় এই তিনজন নিহত হন।
নিহতরা হলেন— শ্রীকান্ত ধর (৬৫) ও তাঁর ছেলে লিটু কুমার ধর (৩০)। তাঁরা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়ার বাসিন্দা।
এ ছাড়া চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন সিএনজিচালক আলী আজগর (৩০)। তিনিও একই উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
নিহত সিএনজিচালক আলী আজগরের বড়ভাই জাহাঙ্গীর বলেন, ‘আজ শনিবার বিকেলে আমার ভাই পার্শ্ববর্তী এলাকার লিটু কুমার ধর ও তাঁর বাবাকে নিয়ে শহরের বাসায় নিয়ে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।’
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে সিএনজি-লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা একজনকে মৃত ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়।’
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও লরির সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাটে লরির ধাক্কায় এই তিনজন নিহত হন।
নিহতরা হলেন— শ্রীকান্ত ধর (৬৫) ও তাঁর ছেলে লিটু কুমার ধর (৩০)। তাঁরা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়ার বাসিন্দা।
এ ছাড়া চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন সিএনজিচালক আলী আজগর (৩০)। তিনিও একই উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
নিহত সিএনজিচালক আলী আজগরের বড়ভাই জাহাঙ্গীর বলেন, ‘আজ শনিবার বিকেলে আমার ভাই পার্শ্ববর্তী এলাকার লিটু কুমার ধর ও তাঁর বাবাকে নিয়ে শহরের বাসায় নিয়ে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।’
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে সিএনজি-লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা একজনকে মৃত ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় বাসিন্দারা কীর্তিনাশা নদীতে এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ত
৩ মিনিট আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেনের নামের থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৯ মিনিট আগেচুয়াডাঙ্গা শহর থেকে দিনদুপুরে চুরি হওয়া দুটি মোটরসাইকেল দুই দিনেও উদ্ধার না হওয়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আজ রোববার বিকেল ৪টার দিকে মোটরসাইকেল খোয়া যাওয়া দুই ভুক্তভোগীর সঙ্গে তাঁদের বন্ধু ও বৈষম্যবিরোধী
৩৩ মিনিট আগেমানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৪ সালে চালু হওয়া এই সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। চার দশকেরও বেশি সময় ধরে সড়ক ও জনপথ বিভাগ এই সেতু থেকে টোল আদায় করছে। বিগত ৪১ বছর টোল আদায় হওয়ায় নির্মাণ ব্যয়ের টাকা অনেক আগেই উঠে গেছে। বর্তমানে সেতু থেকে টোল আদায় করা বেআইনি। অনতিবিলম্বে লামাকাজি সেতু থেকে স্থায়ী
৩৬ মিনিট আগে