Ajker Patrika

অটোরিকশা ও লরির সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অটোরিকশা ও লরির সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ 

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও লরির সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাটে লরির ধাক্কায় এই তিনজন নিহত হন।

নিহতরা হলেন— শ্রীকান্ত ধর (৬৫) ও তাঁর ছেলে লিটু কুমার ধর (৩০)। তাঁরা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়ার বাসিন্দা। 

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন সিএনজিচালক আলী আজগর (৩০)। তিনিও একই উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।

নিহত সিএনজিচালক আলী আজগরের বড়ভাই জাহাঙ্গীর বলেন, ‘আজ শনিবার বিকেলে আমার ভাই পার্শ্ববর্তী এলাকার লিটু কুমার ধর ও তাঁর বাবাকে নিয়ে শহরের বাসায় নিয়ে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।’

পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে সিএনজি-লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা একজনকে মৃত ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত