নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও লরির সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাটে লরির ধাক্কায় এই তিনজন নিহত হন।
নিহতরা হলেন— শ্রীকান্ত ধর (৬৫) ও তাঁর ছেলে লিটু কুমার ধর (৩০)। তাঁরা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়ার বাসিন্দা।
এ ছাড়া চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন সিএনজিচালক আলী আজগর (৩০)। তিনিও একই উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
নিহত সিএনজিচালক আলী আজগরের বড়ভাই জাহাঙ্গীর বলেন, ‘আজ শনিবার বিকেলে আমার ভাই পার্শ্ববর্তী এলাকার লিটু কুমার ধর ও তাঁর বাবাকে নিয়ে শহরের বাসায় নিয়ে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।’
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে সিএনজি-লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা একজনকে মৃত ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়।’
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও লরির সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাটে লরির ধাক্কায় এই তিনজন নিহত হন।
নিহতরা হলেন— শ্রীকান্ত ধর (৬৫) ও তাঁর ছেলে লিটু কুমার ধর (৩০)। তাঁরা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়ার বাসিন্দা।
এ ছাড়া চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন সিএনজিচালক আলী আজগর (৩০)। তিনিও একই উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
নিহত সিএনজিচালক আলী আজগরের বড়ভাই জাহাঙ্গীর বলেন, ‘আজ শনিবার বিকেলে আমার ভাই পার্শ্ববর্তী এলাকার লিটু কুমার ধর ও তাঁর বাবাকে নিয়ে শহরের বাসায় নিয়ে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।’
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘বিকেল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে সিএনজি-লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা একজনকে মৃত ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে