Ajker Patrika

কাপ্তাইয়ে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধের মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৩৭
কাপ্তাইয়ে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধের মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে ঘরে লাগা আগুনে পুড়ে মো. আবু তাহের (৭০) নামের পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া কাটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। মো. আবু তাহের ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১টার দিকে মো. আবু তাহেরের বাড়িতে আগুন লাগে। কিন্তু তিনি পক্ষাঘাতগ্রস্ত বলে ঘর থেকে বের হতে পারেননি। আগুন লাগার সময় তাঁর স্ত্রী ও সন্তানেরা পাশের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। আগুনের খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনের নেতৃত্বে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ও কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে আসে রাত ২টার একটু পরে। এরপর আগুন নিয়ন্ত্রণ আনা গেলেও টিন ও বাঁশ দ্বারা নির্মিত ঘরটি পুরোপুরি পুড়ে যায় এবং ঘর থেকে বের হতে না পারায় আবু তাহের পুড়ে মারা যান। 

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে। এ সময় তিনি আবু তাহেরের পরিবারের সদস্যদের মধ্যে নগদ ২০ হাজার টাকা, ৩০ কেজি চাল ও দুটি কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ইউপি সদস্য স্বপন বড়ুয়া ও সংরক্ষিত মহিলা সদস্য আথুই তনচংগ্যা উপস্থিত ছিলেন। 

এ নিয়ে জানতে চাইলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা রাত দেড়টার দিকে আগুনের খবর পাই। পরে কাপ্তাই থানার পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছাই ২টার কিছু পরে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে ঘরটির অধিকাংশ পুড়ে যায় এবং আগুনে পুড়ে ঘরের ভেতরে থাকা ওই বৃদ্ধ মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত