নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটারগান দিয়ে একাই ২৮টি গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় নগর পুলিশের উপকমিশনার (অপরাধ ও অভিযান) মো. রইছ উদ্দিন।
গ্রেপ্তার ফরিদ চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া এলাকার সেকান্দারের ছেলে।
সংবাদ সম্মেলনে উপকমিশনার রইছ উদ্দিন বলেন, তৌহিদুল ইসলাম ফরিদ একজন পেশাদার সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি হত্যা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতের ঘটনায় এসব হত্যা মামলায় তাঁকেও আসামি করা হয়।
তিনি বলেন, নগরের চান্দগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ ছিল। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গুলিবর্ষণের একাধিক ছবি ছড়িয়ে পড়ে। গত ৫ আগস্টের পর ফরিদ আত্মগোপনে চলে যায়।
ঘটনার পর পুলিশ ফরিদকে গ্রেপ্তারের লক্ষ্যে একটি টিম গঠন করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তাঁকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের আগে ফরিদ একাধিকবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল।
রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ জানিয়েছে, তাঁর ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানের তৈরি শাটারগান ছিল। তিনি একাই ঘটনার দিন চান্দগাঁও এলাকায় সেই অস্ত্র দিয়ে ২৮টি গুলি করেছিল। তবে এখনো অস্ত্রটি উদ্ধার করা যায়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যেসব মামলা হয়েছে, সেসবের মধ্যে এজাহারনামীয় যেসব অস্ত্রধারী রয়েছে তাঁদের মধ্যে আমরা এই পর্যন্ত ৫৭ জনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশে হেফাজতে থাকা ফরিদ জানায়, তিনি চান্দগাঁও থানা যুবলীগ নেতা মহিউদ্দিন ফরহাদের নির্দেশে ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিল। গুলিবর্ষণের জন্য তাঁকে টাকা দেওয়া হবে বলেও জানিয়েছিল।
মহিউদ্দিন ফরহাদ চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরাইলের অনুসারী। আন্দোলন চলাকালে মহিউদ্দিন ফরহাদকেও অস্ত্র হাতে গুলিবর্ষণের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের দমাতে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের লক্ষ্য করে পিস্তল, শাটারগান, দেশীয় এলজির পাশাপাশি অত্যাধুনিক স্বয়ংক্রিয় একে-২২ রাইফেলও ব্যবহার করেছিল ক্যাডাররা। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ হতাহত হন।
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটারগান দিয়ে একাই ২৮টি গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় নগর পুলিশের উপকমিশনার (অপরাধ ও অভিযান) মো. রইছ উদ্দিন।
গ্রেপ্তার ফরিদ চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া এলাকার সেকান্দারের ছেলে।
সংবাদ সম্মেলনে উপকমিশনার রইছ উদ্দিন বলেন, তৌহিদুল ইসলাম ফরিদ একজন পেশাদার সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি হত্যা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতের ঘটনায় এসব হত্যা মামলায় তাঁকেও আসামি করা হয়।
তিনি বলেন, নগরের চান্দগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ ছিল। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গুলিবর্ষণের একাধিক ছবি ছড়িয়ে পড়ে। গত ৫ আগস্টের পর ফরিদ আত্মগোপনে চলে যায়।
ঘটনার পর পুলিশ ফরিদকে গ্রেপ্তারের লক্ষ্যে একটি টিম গঠন করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তাঁকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের আগে ফরিদ একাধিকবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল।
রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ জানিয়েছে, তাঁর ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানের তৈরি শাটারগান ছিল। তিনি একাই ঘটনার দিন চান্দগাঁও এলাকায় সেই অস্ত্র দিয়ে ২৮টি গুলি করেছিল। তবে এখনো অস্ত্রটি উদ্ধার করা যায়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যেসব মামলা হয়েছে, সেসবের মধ্যে এজাহারনামীয় যেসব অস্ত্রধারী রয়েছে তাঁদের মধ্যে আমরা এই পর্যন্ত ৫৭ জনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশে হেফাজতে থাকা ফরিদ জানায়, তিনি চান্দগাঁও থানা যুবলীগ নেতা মহিউদ্দিন ফরহাদের নির্দেশে ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিল। গুলিবর্ষণের জন্য তাঁকে টাকা দেওয়া হবে বলেও জানিয়েছিল।
মহিউদ্দিন ফরহাদ চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরাইলের অনুসারী। আন্দোলন চলাকালে মহিউদ্দিন ফরহাদকেও অস্ত্র হাতে গুলিবর্ষণের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের দমাতে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের লক্ষ্য করে পিস্তল, শাটারগান, দেশীয় এলজির পাশাপাশি অত্যাধুনিক স্বয়ংক্রিয় একে-২২ রাইফেলও ব্যবহার করেছিল ক্যাডাররা। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ হতাহত হন।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেমাদারীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
১৩ মিনিট আগেখুলনায় সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিনটি সুপারিশ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় রূপান্তর সভাকক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়।
১৮ মিনিট আগেনওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন গত ২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় সংঘটিত ডাক
২৫ মিনিট আগে