ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় বিভিন্ন বাজি, কসমেটিকস ও চিনি জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফারুক কামালের নেতৃত্বে বিজিবি সদস্যরা এতে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় রঙিন বাজি ১ হাজার ৫৫০টি, কিং কোবরা বাজি ৩৩ হাজার ৬০০টি ও ১ হাজার ১৫০ কেজি চিনি জব্দ করা হয়। এসব জব্দ করা পণ্যের বাজারমূল্য ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত মালামাল বিজিবি হেফাজতে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যান চোরাচালানকারীর দল। তাঁরা ট্রেনে চোরাই পণ্য তুলে দেন। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বাজিসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় বিভিন্ন বাজি, কসমেটিকস ও চিনি জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফারুক কামালের নেতৃত্বে বিজিবি সদস্যরা এতে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় রঙিন বাজি ১ হাজার ৫৫০টি, কিং কোবরা বাজি ৩৩ হাজার ৬০০টি ও ১ হাজার ১৫০ কেজি চিনি জব্দ করা হয়। এসব জব্দ করা পণ্যের বাজারমূল্য ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত মালামাল বিজিবি হেফাজতে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যান চোরাচালানকারীর দল। তাঁরা ট্রেনে চোরাই পণ্য তুলে দেন। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে ১২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বাজিসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
২০ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
৩০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে