Ajker Patrika

কাপ্তাইয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৫: ৪৬
কাপ্তাইয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং

রাঙামাটির কাপ্তাইয়ে গত শুক্রবার থেকে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। জনগণের নিরাপত্তার জন্য পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং করা হচ্ছে। 

আজ সোমবার সকাল থেকে কাপ্তাই উপজেলার নতুনবাজার, লগগেইট, ঢাকাইয়া কলোনি, জেটিঘাট ও শিলছড়ি এলাকায় মাইকিং করা হয়। এ সময় তথ্য অফিসের কর্মীরা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থান এবং স্থানীয় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রচার চালান। 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, ‘চার দিন ধরে থেমে থেমে প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে কাপ্তাইয়ের অনেক জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলো বেশ ঝুঁকিতে আছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের নির্দেশনায় এই পরিবারগুলোকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আসার অনুরোধ করছি। কাপ্তাই তথ্য অফিস, স্থানীয় জনপ্রতিনিধি এবং রেড ক্রিসেন্টের সদস্যরাও এই প্রচার কাজে অংশ নিচ্ছেন।’ 

কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন বলেন, উপজেলার ৫টি ইউনিয়নে ১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যাঁরা আশ্রয়কেন্দ্রে আসবে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য খাবারসহ সব ধরনের ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত