নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একসঙ্গে তাদের দুজনকে ২ লাখ ৫৫ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বৃহস্পতিবার জেলার বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তার না হওয়ায় আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চণ্ডীপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মো. জব্বর আলীর ছেলে তৌফিক আহামেদ এবং একই শাখার সাবেক ম্যানেজার ও বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে মো. আমীরুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা একে অন্যের সঙ্গে যোগসাজশে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুর দেখিয়ে ২ লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট ২ লাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় গত ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি অধিকতর তদন্তের জন্য পরবর্তীতে দুদকে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
দুদক আইনজীবী আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের উভয়কে দণ্ডবিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন। আসামিদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তাদের রায় কার্যকর হবে।’
নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একসঙ্গে তাদের দুজনকে ২ লাখ ৫৫ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বৃহস্পতিবার জেলার বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তার না হওয়ায় আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চণ্ডীপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মো. জব্বর আলীর ছেলে তৌফিক আহামেদ এবং একই শাখার সাবেক ম্যানেজার ও বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে মো. আমীরুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা একে অন্যের সঙ্গে যোগসাজশে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুর দেখিয়ে ২ লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট ২ লাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় গত ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি অধিকতর তদন্তের জন্য পরবর্তীতে দুদকে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
দুদক আইনজীবী আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের উভয়কে দণ্ডবিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন। আসামিদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তাদের রায় কার্যকর হবে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৩ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে