কমলনগরে পুকুর ব্যবহারে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক হত্যা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৯: ৪০
মো. জুয়েল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে বাড়ির পুকুর ব্যবহারে নিষেধ করায় ছুরিকাঘাতে মো. জুয়েল (২৭) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের জল্লাদের সমাজ এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত আবদুল কাদেরকে (৪৫) স্থানীয় লোকজন আটক করে গাছে বেঁধে রাখে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যের ছেলের সহযোগিতায় তিনি পালিয়ে যান।

নিহত জুয়েল ওই এলাকার চৌধুরী সর্দারবাড়ির নুরুল ইসলামের ছেলে। কয়েক মাস আগে তিনি বিয়ে করেছে এবং তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন। অভিযুক্ত কাশেম পেশায় জেলে নৌকার মাঝি।

স্থানীয় লোকজন জানায়, অভিযুক্ত আবুল কাশেম পার্শ্ববর্তী চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি জুয়েলদের বাড়ির পাশে বসতি গড়ে তোলেন তিনি। কাশেম ও তাঁর পরিবারের লোকজন প্রতিদিন দুপুরে জুয়েলদের পুকুরে গোসল করতে যান। তাতে জুয়েলদের বাড়ির নারী সদস্যদের অসুবিধা হয়। এ কারণে জুয়েল প্রতিবেশী কাদের মাঝিকে ওই পুকুরে গোসল করতে নিষেধ করেন। এ নিয়ে জুয়েলের সঙ্গে কাদেরের ঝগড়া হয়।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জুয়েল বাড়ির পাশের দোকানে যান। সেখানে ওত পেতে থাকা আবদুল কাদের একটি চাকু নিয়ে জুয়েলকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুয়েলকে হত্যার পর আবদুল কাদেরকে বেঁধে রাখা হয়। ছবি: সংগৃহীত
জুয়েলকে হত্যার পর আবদুল কাদেরকে বেঁধে রাখা হয়। ছবি: সংগৃহীত

স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। কিন্তু স্থানীয় কাশেম মেম্বারের ছেলে রফিকের সহায়তায় তিনি পালিয়ে যান।

জুয়েলের বাবা নুরুল ইসলাম বলেন, ‘গতকাল বাড়ির পুকুর ব্যবহার করতে নিষেধ করায় সে বাড়ির নারীদের গালাগাল করে। আজ দুপুরে ছেলে মসলা কিনতে দোকানে গেলে আবদুল কাদের মাঝি চাকু দিয়ে তার ওপর হামলা করে।’

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাতেমাতুজ জাহরা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই জুয়েলের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে একাধিক ক্ষত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পূর্ব শত্রুতার জেরে জুয়েল নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আবদুল কাদেরকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত