Ajker Patrika

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল, চরে আটকে গেছে উদ্ধারকারী ট্রলারও

শাহীন শাহ, টেকনাফ
সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল, চরে আটকে গেছে উদ্ধারকারী ট্রলারও

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার পথে একটি যাত্রীবাহী ট্রলার চরে আটকা পড়েছে। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নাইক্ষংদিয়া নামক স্থানে ট্রলারটি আটকা পড়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটিতে থাকা ২৫ থেকে ৩০ জন যাত্রীকে উদ্ধার করতে গেলে সেই ট্রলারটিও আটকা পড়ে গেছে। 

আজ মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে আসে। নৌপথের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি একটি চড়ের মধ্যে আটকা পড়ে। পরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। 

ওই ট্রলারে ২৫ থেকে ৩০ জন যাত্রী রয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, অপর একটি ট্রলার এ যাত্রীদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় ট্রলারটিও আটকে যায়। পাশাপাশি আরও দুই ট্রলার চরের আশপাশে রয়েছে। জোয়ার আসলে ট্রলার দুইটি উদ্ধার করা হবে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ট্রলার দুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতায় আরও দুইটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার তৎপরতা রয়েছে। সেই সঙ্গে যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। শঙ্কার তেমন কোন কারণ নেই বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত